জিবিডেস্ক //
মুক্তি পেল ‘মহানগর ২’। পরিচালক আশফাক নিপুণের তৈরি এই থ্রিলারের প্রথম পর্ব বেশ সাড়া ফেলেছিল দুই বাংলায়।
একটি থানা এবং সেখানে থাকা সমাজের বিভিন্ন স্তরের কয়েকটি চরিত্রকে ঘিরেই ওয়েব সিরিজ ‘মহানগর’। যেখানে ওসি হারুনের ভূমিকায় নজর কেড়েছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
‘মহানগর ২’-এ মোশাররফ করিম ছাড়া আর কোন চেনা মুখকেই সে ভাবে দেখা যাবে না! এমনই উদ্যোগ নিয়েছে এই পরিচালক। নতুন সিজনে গল্প এবং চরিত্রদের নিয়ে কাটাছেঁড়া করেছেন বেশ।
আগেই শোনা গিয়েছিল, বাংলার চলচ্চিত্র জগতের অন্যতম এক জনপ্রিয় অভিনেতাকে এবার দেখা যাবে এই সিরিজে। বুধবার গভীর রাতেই তার প্রমাণ পাওয়া গেল।
‘মহানগর ২’-এ এক পলককে দেখা দিলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।
বুধবার বিকেলে হইচই বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় ‘মহানগর ২’ নিয়ে একটি বৈঠক। ১৪ মিনিটের ভিডিওতে মোশাররফ করিমের সঙ্গে আড্ডা দিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা ও নির্মাতা অনির্বাণ ভট্টাচার্য। সেখান থেকেই ধারণা করা হয় ‘মহানগর ২’-এ মোশাররফ করিমের সঙ্গে অনির্বাণকেও দেখা যেতে পারে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন