জিবিডেস্ক //
বাতিল হলো সালমান খানের নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জানে’র প্রিমিয়ার। যশ চোপড়ার স্ত্রী পামেলা চোপড়াকে শ্রদ্ধা জানাতেই প্রিমিয়ার বাতিল করার সিদ্ধান্ত নিয়েছেন সালমান।
বৃহস্পতিবার (২০ এপ্রিল) যশরাজ স্টুডিওতেই এই ছবির প্রিমিয়ার হওয়ার কথা ছিল। এই অনুষ্ঠানে হাজির হতেন বলিউডের বড় তারকারা। তবে পামেলা চোপড়ার প্রয়াণের কারণে প্রিমিয়ার বন্ধ রাখা হয়।
যশরাজ ফিল্মসের সঙ্গে বহুদিনের সম্পর্ক সালমান খানের। এই ব্যানারে বেশ কয়েকটা ছবিও করেছেন বলিউড ‘ভাইজান’। সালমানের টাইগার ফ্র্যাঞ্চাইজি তৈরি যশরাজ ব্যানারেই। এ বছরই মুক্তি পাবে টাইগার থ্রি। এছাড়াও, চোপড়া পরিবারের সঙ্গে সালমান খানের সম্পর্কও বেশ ভালো। সালমান জানিয়েছেন, পামেলা আন্টিকে শ্রদ্ধা জানাতেই প্রিমিয়ার বন্ধ রাখার সিদ্ধান্ত।
পামেলা চোপড়া বলিউডের কিংবদন্তি প্রযোজক যশ চোপড়ার স্ত্রী তো বটেই, একইসঙ্গে ছিলেন সুগায়িকা। যশ প্রযোজিত একাধিক ছবিতে গান গেয়েছেন। যা মন ছুঁয়ে গিয়েছিল শ্রোতাদের। বৃহস্পতিবার ৭৪ বছর বয়সে তার জীবনাবসান হয়। যশের মতোই একাধিক ছবির প্রযোজনারও দায়িত্ব সামলেছেন। পামেলার প্রয়াণে হিন্দি ছবির জগতে শোকের ছায়া নেমেছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন