সিলেটে ইস্ট হ্যান্ডস ইউকে’র উদ্যোগে ঈদের উপহার সামগ্রী বিতরণ

এমরান আহমদ || জিবি নিউজ ||

যুক্তরাজ্য ভিত্তিক দাতব্য ইস্ট হ্যান্ডস ইউকে এর উদ্যোগে সিলেটে অসহায় প্রতিবন্ধীদের মধ্যে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের প্রতিবন্ধী শিশু, বৃদ্ধ, নারী ও পুরুষদের মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। 
আজ শুক্রবার (২১ এপ্রিল) নগরীর আম্বরখানা বড়বাজার এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদের সহযোগিতায় এ উপহার সামগ্রী তাদের হাতে তুলে দেয়া হয়। 
এসময় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। 
তিনি বলেন, প্রতিবন্ধীরা আমাদের দেশের সম্পদ। তাদেরকে কাজে লাগিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলতে হবে। ইস্ট হ্যান্ডস পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে তাদের হাতে উপহার তুলে দিয়েছে, এমন উদ্যোগ প্রশংসনীয়। তিনি ইস্ট হ্যান্ডস’র চেয়ারম্যান, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি নবাব উদ্দিন, ইস্ট হ্যান্ডস এর অন্যতম ট্রাস্টি, বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটি ব্যাক্তিত্ব বাবলুল হক, লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক কোষাধক্ষ্য এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন যুক্তরাজ্যের ব্যুরো প্রধান আ. স. ম. মাসুম এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সাংগঠনিক ও প্রশিক্ষণ সম্পাদক, ইস্ট হ্যান্ডস এর অন্যতম ট্রাস্টি এমরান আহমদ এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
সিটি কাউন্সিলর রেজওয়ান আহমদ বলেন, প্রতিবছর ইস্ট হ্যান্ডস ইউকে দেশের অসহায় মানুষদের জন্য খাদ্যসহ বিভিন্ন সামগ্রী দিয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম হয়নি। ঈদ উপলক্ষে  প্রতিবন্ধী মানুষদের মধ্যে উপহার সামগ্রী তুলে দিতে পেরে আমি আনিন্দত। 
অনুষ্ঠানে সিলেটের প্রথম মেয়র ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, চিকিৎসক ও সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু বলেন, আজকের এই উপহার সামগ্রী বিতরণের মধ্য দিয়ে তাদের মুখে হাসি ফুটেছে। তিনি এমন মহৎ উদ্যোগ যারা পাশে এসে দাঁড়িয়েছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানান। 
উপহার বিতরণ কার্যক্রমে স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেছেন নাজিম তাহের, ইউসুফ আলী, ছাবু খান, তুতন খান, মো. রবিউস সানি প্রমুখ। 


 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন