প্রতি সপ্তাহে একটিই রেস্তরাঁর খাবার খান মুকেশ আম্বানি

জিবিডেস্ক //

ভারতীয় ব্যবসায়ী ও এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির লাইফস্টাইল সম্পর্কে জানার আগ্রহ আছে অনেকেরই। বয়স ৬০ পেরিয়েছে তার। সম্প্রতি অম্বানিকে নিয়ে একটি নতুন তথ্য প্রকাশ্যে এসেছে। ধনকুবের নাকি খাদ্যরসিক!  

বিভিন্ন সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন, খাওয়াদাওয়ায় এমনিতে বেশ নিয়ম মেনে চলেন। পরিমাণে কম হলেও খেতে তিনি ভালোবাসেন। চাইলে প্রতি দিনই দেশ-বিদেশের বড় বড় রেস্তরাঁর খাবারের স্বাদ নিতে পারেন। কিন্তু মুকেশ মুম্বাইয়ের একটি রেস্তরাঁর নিয়মিত গ্রাহক। ওই রেস্তরাঁর খাবার ছাড়া তার নাকি অন্য কিছু মুখে রোচে না।

মুম্বাইয়ের ‘স্বাতী স্ন্যাকস’-এর জনপ্রিয়তা কম নয়। ওই দোকান থেকে সপ্তাহে একদিন খাবার অর্ডার করেন মুকেশ। এই রেস্তরাঁর ভেলপুরি আর দই বড়া অম্বানির সবচেয়ে পছন্দের। শোনা যায়, দেশের বাইরে গেলেও এই খাবারের স্বাদ ভুলতে পারেন না। এই খাবারের টানেই তাড়াতাড়ি কাজ সেরে ফিরে আসেন তিনি। শুধু মুকেশ নয়, অম্বানি পরিবারের বাকি সদস্যরাও খুবই পছন্দ করেন এই রেস্তরাঁর খাবার।

শুধু অম্বানিরা নয়, এই দোকানের খাবারের স্বাদে মুগ্ধ বিখ্যাত ক্রিকেটার থেকে অভিনেতা। তবলাবাদক জাকির হুসেন আছেন সেই তালিকায়। চিত্রশিল্পী এম এফ হুসেনও নাকি এই রেস্তরাঁর খাবারের স্বাদে মুগ্ধ ছিলেন। অ্যাপলের সিইও টিম কুক যখন ভারতে এসেছিলেন, তিনিও নাকি এখানকার বড়া পাও চেখে দেখেছিলেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন