অনূর্ধ্ব-১৭ জুনিয়র কোপা রাতে মুখোমুখি লড়াইয়ে নামছে আর্জেন্টিনা-ব্রাজিল

জিবিডেস্ক //

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই দর্শকদের জন্য অন্যরকম পাওয়া। হোক সেটা জাতীয় দল কিংবা বয়সভিত্তিক। ম্যাচের পরতে পরতে থাকে উত্তেজনা আর রোমাঞ্চ। আরো একবার লাতিন দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াই দেখার সুযোগ পাচ্ছে ফুটবল ভক্তরা। অনূর্ধ্ব-১৭ লাতিন আমেরিকার চ্যাম্পিয়নশিপের ১৯তম আসরের ফাইনাল রাউন্ডের লড়াইয়ে আজ (রোববার) বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ৩টায় মুখোমুখি লড়াইয়ে নামছে দেশ দুটি। 

অবশ্য শিরোপার লড়াই থেকে কার্যত ছিটকে গেছে আর্জেন্টিনা। এখনো কিছুটা সম্ভাবনা রয়েছে ব্রাজিলের। ফাইনাল রাউন্ডের প্রতি দলের চার ম্যাচ শেষে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে স্বাগতিক ইকুয়েডর শীর্ষে আছে। এছাড়া সমান সংখ্যক পয়েন্ট নিয়েও গোল গড়ে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় পজিশনে আর্জেন্টিনা।

 

সব দলের জন্যই আর একটি করে ম্যাচ বাকি আছে। আজ রাতেই শিরোপা কার ভাগ্যে তা নিশ্চিত হয়ে যাবে। অবশ্য শ্রেষ্ঠত্বের মঞ্চে হাড্ডাহাড্ডি লড়াই চললেও ইতোমধ্যে এই তিন দেশই কনমেবল অঞ্চল থেকে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। দুই ম্যাচ বাকি থাকতেই বিশ্বকাপের টিকিট কাটে লাতিন তিন জায়ান্ট। 

লাতিন আমেরিকা অঞ্চল থেকে চতুর্থ তথা সর্বশেষ দল হিসেবে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করবে ভেনেজুয়েলা, প্যারাগুয়ে বা চিলির মধ্যে যে কোনো এক দেশ। চলতি বছরের ১০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ চলবে। তবে আয়োজক দেশ এখনো নির্ধারিত হয়নি।

 

ফাইনাল রাউন্ডের প্রথম ম্যাচে চিলিকে ২-০ এবং ভেনেজুয়েলাকে ২-১ গোলে পরাজিত করার পর তৃতীয় ম্যাচে হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র করে আগামী দিনের মেসি-ডি মারিয়াারা।  অন্যদিকে, প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে ২-১ গোলে জয়ের পর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে ৩-২ গোলের জয় পায় ব্রাজিল অনূর্ধ্ব-১৭ দল। তবে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক ইকুয়েডরের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে সেলেসাও জুনিয়ররা। 

অনূর্ধ্ব-১৭ লাতিন আমেরিকান চ্যাম্পিয়নশিপের এবারের আসর বসেছে ইকুয়েডরে। টুর্নামেন্টটিতে প্রতিবারের মতো এবারো অংশ নিয়েছে ১০টি দল। যেখানে পাঁচটি করে দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলেছে গ্রুপ পর্বের ম্যাচ। 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন