জিবি নিউজ ।।
আগুনে ক্ষতিগ্রস্ত ৪টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজার পৌরসভরে মেয়র মো: ফজলুর রহমান।
সোমবার (২৪ এপ্রিল) দুপুরে শহরের শ্যামলী এলাকার আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ বিশ হাজার টাকা তুলে দেন।
এসময় মেয়র বলেন,ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে যদি কেউ পড়ালেখা করে থাকে তাদেরকে যাবতীয় বই কিনে দেয়ার আশ্বাস দেন।
পৌরসভার কাউন্সিলরর এড.পার্থ সারথি পাল,একাটুনা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সৈয়দ রুমেন আলীসহ অনেকেই উপস্থিত ছিলেন।
উল্লেখ্য রোববার রাত ৮ টার দিকে শহরের শ্যামলী এলাকায় আগুনে লেগে চারটি বসতঘর ভস্মীভূত হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌচ্ছে আগুন নিয়ন্ত্রণে আনে।
৪টি পরিবার ভাড়া নিয়ে বসবাস করতেন ওই বসতঘরে।
ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার জিতু তালুকদার জানান, ঘরগুলো তালাবদ্ধ ছিল। তবে ক্ষয়ক্ষতির পরিমান প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে প্রায় ১০ লক্ষ টাকা ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন