জিবিডেস্ক //
সেলফি এ প্রজন্মের ছেলে-মেয়েদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। এখন দেখা যায় ক্যামেরায় ছবি তোলার চেয়ে বেশির ভাগ মানুষ সেলফিই তোলেন আগে। সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনার উদাহরণও কম নেই।
সম্প্রতি ইতালির পোর্তোফিনো শহর পর্যটকদের জন্য সেলফি তোলায় নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই শহরে শুরু হয়েছে ‘নো ওয়েটিং জোন’। অর্থাৎ, সেখানে কোনোভাবেই পর্যটকরা সেলফি তুলতে পারবেন না। যদি সেলফি তুলে কেউ ধরা পড়েন তবে তাকে ২৭৫ ইউরো জরিমানা দিতে হতে পারে।
সেলফি তোলা নিয়ে সমস্যা থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওই শহরে। সেলফিবাজদের কারণে দিনের বেলা ব্যস্ত সময়ে রাজপথে বা শহরের অন্য অংশে হাঁটাচলা করা রীতিমতো সমস্যার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই নাগরিকদের কথা ভেবে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পোর্তোফিনোর মেয়র বলছেন, রাস্তায় যত্রতত্র সেলফি নেওয়ার ফলে তৈরি হচ্ছে যানজট। এর জন্য দায়ী পর্যটকরাই। এই সমস্যা থেকে মুক্তি পেতে সকাল সাড়ে ১০টা থেকে সন্ধ্যা ৬ পর্যন্ত বহাল থাকবে সেলফি-জরিমানা।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন