যুক্তরাষ্ট্রে গেলেন সাকিব, তামিমরা সিলেটে

জিবিডেস্ক //

ঈদুল ফিতরের আগেই যুক্তরাষ্ট্রে স্ত্রী ও সন্তানদের কাছে উড়াল দেওয়ার কথা ছিল সাকিব আল হাসানের। তবে শেষ পর্যন্ত তিনি জন্মস্থান মাগুরাতে ঈদ করেছেন। সেখানে ঈদের দিনও তিনি মেতে ওঠেন ক্রিকেট খেলায়। এর আগে বাইকে করে বন্ধুদের সঙ্গে ঘুরেও বেড়িয়েছেন। তবে ঈদের পর পূর্ব পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়েছেন এই টাইগার অলরাউন্ডার। অন্যদিকে আয়ারল্যান্ড সিরিজকে সামনে রেখে সিলেটে তিনদিনের কন্ডিশনিং ক্যাম্প শুরু হতে যাচ্ছে। সেখানে থাকছেন না তিনি।

আগামী বৃহস্পতিবার (২৭ এপ্রিল) থেকে শুরু হবে এই প্রস্তুতি ক্যাম্প। দেশের বাইরে থাকায় সিলেটের সেই ক্যাম্পে সাকিব অনুপস্থিত থাকবেন। সেখান থেকে ছুটি নিয়েছেন সাকিব। ঈদের পরদিনই তিনি গভীর রাতে ঢাকা ছাড়েন। 

 

প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়াতেই আয়ারল্যান্ড সিরিজের আগে এই প্রস্তুতি ক্যাম্প হবে। সেই ক্যাম্পে যোগ দিতে আগামীকাল সন্ধ্যায় তামিম ইকবালরা রওনা দেবেন সিলেটে।

আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের চেমসফোর্ডে তিনটি ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে ৯, ১২ ও ১৪ মে। এর আগে ৫ মে বাংলাদেশ দল খেলবে একটি প্রস্তুতি ম্যাচও। সেই ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবের।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন