মৌলভীবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধুর সপ্নপূরণ বিনামূল্যে আইনি সেবার দ্বার উম্মোচন”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।

শুক্রবার (২৮এপ্রিল) সকালে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গন থেকে একটি র‌্যালী বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে। র‍্যালী শেষে জেলা শিল্পকলা একাডেমি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা লিগ্যাল এইড অফিসার লায়লা মেহের বানু এর সঞ্চালনায়।

মৌলভীবাজার জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ আল-মাহমুদ ফায়জুল কবীর এর সভাপতিত্বে।

উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মোঃ সোলেমান

জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম,পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মেয়র মোঃ ফজলুর রহমান,সদর উপজেলা চেয়ারম্যান মো: কামাল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, পাবলিক প্রসিকিউটর এডভোটেক রাধা পদ দেব সজল,জেলা আইনজীবী সমিতির সভাপতি রমা কান্ত দাশ গুপ্ত সাধারণ সম্পাদক,এডভোকেট বদরুল হোসেন, সরকারি কৌঁসুলী মোঃ আব্দুল। খালিক, বিশেষ পাবলিক প্রসিকিউটর এড. নিখিল রঞ্জন দাশ, প্রমুখ।

অনুষ্ঠানে মৌলভীবাজারের বিচারকগণ, জ্যুডিশিয়াল ম্যাজিস্ট্রেটগণ,নির্বাহি ম্যাজিস্ট্রেটগণ,জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তাগণসহ জেলা লিগ্যাড এইড কমিটির সদস্যগন, এডভোকেটগন, সাংবাদিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনগত সহায়তা বিষয়ে বিস্তারিত আলোচনা তুলে ধরেন।

আলোচনা সভা শেষে জাতীয় আইনগত সহায়তা দিবসে সেরা প্যানেল আইনজীবী মহিলাদের মধ্যে মনোনীত হয়েছেন সুরাইয়া খাতুন  ও পুরুষদে  মধ্যে সেরা শাহ ফখরুল ইসলাম তাদেরকে সম্মানা ক্রেষ্ট প্রদান করা হয়

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন