মৌলভীবাজারে হাওরের ধান দ্রুত কাটতে মাইকিং

জিবি নিউজ ।।

বিরূপ আবহাওয়া থেকে বোরো ধান বাঁচাতে দ্রুত ধান কাটতে মাইকিং করা হচ্ছে মৌলভীবাজারের হাওরাঞ্চলসহ বিভিন্ন এলাকায়। আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কা আছে।

কাউয়াদিঘী হাওর অঞ্চলে বোরো ধান দ্রুত কাটার জন‍্য মাইকিং করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ।

সংশ্লিষ্টরা বলছেন, সামনের দিনগুলোতে ঘূর্ণিঝড়সহ ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। ঝড়-বৃষ্টির কারণে উপজেলায় খেতের বোরো ধানের ক্ষতি হতে পারে। তাই প্রাকৃতিক দূর্যোগে পুরো ফসল যেন নষ্ট না হয়, সেজন্য মাইকিং চলছে।

 

কৃষকদের সাথে কথা বলে জান যায়, এখনো অর্ধেক ধান কাটার বাকি আছে। আমাদের এলাকায় হারভেস্টার মেশিন নেই। শ্রমিক সংকট আছে। শ্রমিকের মজুরি বেশি থাকায় ধীরগতিতে ধান কাটা চলছে। মাইকিং শোনার পর থেকে ধান কাটায় তৎপর হয়েছেন কৃষকরাও। মাইকিং শুনে দ্রুত কাটার চেষ্টা করছি।

কৃষি অফিসসূত্রে জানাযায় , হাওর কাউয়াদিঘির নিম্নাঞ্চলের ধান দ্রুত কাটার জন‍্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দশে মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে  বিভিন্ন উপজেলার হাওর এলাকায় হারভেস্টার মেশিনে ধান কাটা চলছে।

মাইকিং হওয়াতে কৃষকদের কাজের গতি আরও বেড়েছে। যেখানে হারভেস্টার যেতে পারেনি সেখানে শ্রমিক দিয়ে কাটার জন‍্য আমরা পরামর্শ দিচ্ছি। কাউয়া দিঘি হাওরের ৬০ শতাংশ ধান কাটা হয়েছে। বোরো চাষিদের দ্রুত ধান কেটে ঘরে তোলার জন্য আগাম সতর্কতা জারি করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতির হাত থেকে পাকা ধান রক্ষা করতে কৃষকদের সাবধান করে মাইকিং করা হচ্ছে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন