তারিখ :২৮ এপ্রিল শুক্রবার
স্থান: লন্ডন বাংলা প্রেসক্লাব অফিস।
প্রিয় সাংবাদিক বৃন্দঃ আসসালামুআলাইকুম ও আদাব
আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন আসন্ন সিলেট সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে আওয়ামীলীগের পক্ষ থেকে দলীয়
মনোনয়ন পেয়েছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিলেতের সামাজিক রাজনৈতিক আন্দোলন সংগ্রামের তরুণ ও যুব সমাজের
অন্যতম সক্রিয় সংগঠক কমিউনিটির নিকট আস্থা ও ভরসার ঠিকানা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী।
প্রিয় সাংবাদিক বৃন্দঃ একজন প্রগতিশীল, মুক্ত, মননশীল চিন্তার মানুষ আনোয়ারুজ্জামান চৌধুরী, বরাবরই আপনাদের এবং সংবাদ ও গন
মাধ্যমের প্রতি যথেষ্ট আন্তরিক ছিলেন এবং আপনাদের সমর্থণ ও সহযোগীতায় রাজনীতি, সমাজ ও মানবিক মর্যাদা সম্পন্ন কাজে এগিয়ে
যেতে তাকে উৎসাহীত করেছে।
আমরা বিশ্বাস করি সমাজ, রাষ্ট্র ও মানুষের প্রতি দায়বদ্ধতার কারনে ব্যক্তি আনোয়ারুজ্জামান চৌধুরী সর্বমহলে নিজেকে গ্রহণ যোগ্য করতে
পেরেছেন।
একজন পরীক্ষিত রাজনীতিবিদ ও সমাজ ও দেশ উন্নয়নের ব্রত নিয়ে কাজ করা মানুষটির প্রতি আমাদের প্রবাসীরা বিভিন্ন ভাবে উপকৃত
হয়েছি। আমাদের প্রবাসীদের মৌলিক দাবী দাওয়া ও জায়গা জমিন, বাসা, বাড়ী সহ নানাবিধ সমস্যা সমাধানে নিজেদের প্রতিনিধি নির্বাচিত
করা সময়ের দাবী।
তাই আমরা বিশ্বাস করি বিলেতে বসবাসরত সকল স্থরের প্রবাসী তথা সিলেট সিটির ৪২টি ওয়ার্ডের প্রবাসীরা ঐক্যবদ্ধ ভাবে আগামী ২১
জুনের বহু প্রতিক্ষিত সিলেট সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আওয়ামী লীগ ও ঐক্যবদ্ধ প্রবাসীদের যোগ্য প্রতিনিধি আনোয়ারুজ্জামান
চৌধুরীকে নৌকা প্রতিকে নির্বাচিত করতে সাহায্য সহযোগীতা ও সমর্থন প্রত্যাশা করি।
প্রিয় সাংবাদিক বৃন্দঃ
আপনাদের সার্বিক সহযোগীতা ও আনোয়ারুজ্জামানের স্বপ্নের স্মার্ট, পরিকল্পিত, আধুনিক নগরী গঠনে সমর্থন সবিনয় প্রত্যাশা করি। আমরা
বিশ্বাস করি সবার সহযোগীতা ও দোয়া নিয়ে সিলেট সিটি কর্পোরেশনের জনগনের এবং প্রবাসীদের প্রতিনিধি নির্বাচিত হবেন।
পরিশেষে আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আনোয়ারুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ।
ধন্যবাদ।
সভাপতিত্ব করেছেন: আবু হোসেন, যৌথভাবে পরিচালনা করেছেন: সেলিম আহমদ খান ও জামাল আহমদ খান
উপস্থিত ছিলেন: সুলতান মাহমুদ শরীফ, সৈয়দ সাজ্জাদুর রহমান ফারুক, দেওয়ান গৌজ সুলতান, নঈম উদ্দিন রিয়াজ, মারুফ চৌধুরী,
আব্দুল আহাদ চৌধুরী, আ স ম মিসবাহ, মো: গয়াস, সুরুক মিয়া, সাংবাদিক সৈয়দ নাহাশ পাশা, নজরুল ইসলাম পাশা, তাইসির মাহমুদ,
মোসলেহ উদ্দিন আহমদ, মতিয়ার চৌধুরী, রহমত আলী, আব্দুল গণি, কামাল মেহেদি, তবারুকুল ইসলাম, কয়েছ আলী, আব্দুল হান্নান,
রেজাউল করিম মৃধা, ছালেহ আহমদ, সাহেদ আহমদ, শাহ বেলাল, জুবায়ের আহমদ, বাবুল খান, নাছির আহমদ, মোস্তফা কামাল,
বাতিরুল হক সরদার, দিলু চৌধুরী, নজমুল ইসলামসহ প্রমুখ।
শুভেচ্ছান্তে -
আনোয়ারুজ্জামান চৌধুরী নির্বাচনী ক্যাম্পেইন কমিটি যুক্তরাজ্য।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন