জিবিডেস্ক //
ইতালির মার্কে অঞ্চলের আনকোনা শহরে সিটি নির্বাচন আগামী মে মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান নাগরিক উম্মা সালসাবিল জাহান আসন্ন সিটি নির্বাচনে নারী প্রার্থী হিসেবে পৌরসভার কাউন্সিলর পদে লড়াই করবেন। আনকোনাতে প্রথম বাংলাদেশি নারী হিসেবে স্থানীয়দের সাথে ভোটের লড়াই করতে যাচ্ছে জাহান।
ইতোমধ্যে তিনি বেশ আলোচনায় রয়েছেন আনকোনা শহরে। তার দলের নাম আনকোনা ডিয়ামোসি দেল নই। এদিকে তার দলের মেয়র প্রার্থী হয়েছেন ইদা সিমোনেল্লা। এই দলটি সাধারণত অভিবাসীবান্ধব বলে জানা যায়। একই সঙ্গে দলটি বামপন্থী দলগুলো সমর্থন করে।
জানা গেছে, ফেনীর মেয়ে উম্মা সালসাবিল জাহান তাসিনা ১৯৯৫ সালে ৮ মাস বয়সে বাংলাদেশ থেকে ইতালিতে পাড়ি জমান। এরপর আনকোনায় স্কুল জীবন শেষ করে বর্তমানে ইউনিভার্সিতা পলিটেকনিকা দেলা মার্কে পড়াশোনা করেন। তার বাবার নাম এম ডি দুলাল। তিনি আনকোনা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সভাপতি। মা গৃহিণীর পাশাপাশি ব্যবসা পরিচালনা করেন। জাহান কাউন্সিলর হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সু-নামের সাথে অভিবাসীদের ইতালিয়ান ভাষা শিক্ষা দিয়ে আসছেন।
ইতোমধ্যে আনকোনা শহরটি বিভিন্ন প্রার্থীদের প্রচার প্রচারণায় সরগরম হয়ে উঠেছে। স্থানীয় গণমাধ্যমে নিয়মিত সংবাদ প্রকাশ হচ্ছে। নির্বাচনের দুই সপ্তাহ বাকি। এরই মধ্যে ব্যস্ত সময় কাটছে একমাত্র নারী প্রার্থী জাহানের।
ভোটের বিষয়ে জাহান গণমাধ্যমকে বলেন, খুব ছোট থেকেই ইচ্ছে মূলধারার রাজনীতির সাথে কাজ করার। সেই স্বপ্ন এখন পূরণের দ্বারপ্রান্তে। মানুষের সেবার বিষয়টি মাথায় রেখে অফিশিয়ালি জনপ্রতিনিধি হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য এই নির্বাচনে প্রার্থী হয়েছি। আশা করি, বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান নাগরিকসহ স্থানীয়রা ভোটের মাধ্যমে সহযোগিতা করলে অবশ্যই মানুষের বিভিন্ন দাবি বাস্তবায়নের সুযোগ পাব।
জাহান বলেন, বিশেষ করে নবাগত অভিবাসীরা ইতালিতে আসার পর একেবারে অসহায় হয়ে পড়েন ভাষার কারণে। যদি সবাই আমাকে ভোট দিয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ দেয় তাহলে এ সমস্যা সমাধানে কাজ করব। তাছাড়া স্থানীয়দের সংস্কৃতির সাথে দীর্ঘদিন কাজ করার সুবাদে ভাল কাজের মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরতে চাই। সবার কাছে দোয়া চাই।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন