ভেলারী টেইলর ট্রাস্ট ইউকের ট্রাস্টি বোর্ডের সভা অনুষ্টিত “

সিআরপির অন্যতম অনুদান সংস্হা ভেলারী টেইলর ট্রাস্টের ট্রাস্টি বোর্ডের একটি সভা গতকাল জুমের মাধ্যমে অনুষ্টিত হয় গতকাল লন্ডন সময় বিকাল ২ঘটিকায় । 

সংগঠনের চেয়ারম্যান বেন ক্লার্কসনের সভাপতিত্বে আর সাধারন সম্পাদক পিটার ডনলীর পরিচালনায় সভায় উপস্হিত ছিলেন চীফ এডমিন ব্যায়ন উডগেইট, ট্রাস্টি মার্গারেট হাকিম, ট্রাস্টি মোক্তার হোসেন খোকন, ট্রাস্টি রশিদ আহমেদ, ট্রাস্টি গ্লেন ডগলাস, ট্রাস্টি হেলেন মরটাইম, ট্রাস্টি জাহাঙ্গীর আলম এবং ট্রাস্টি ও ট্রেজারার ছায়েদুল ইসলাম খালেদ । 

সভায় ২০১৯/২০ ফানসিয়াল বছরে সংগঠনের খরচ আয়ের তুলনায় মাত্র ০.৭০% হওয়ার কৃতজ্ঞতা প্রকাশ করা হয়  যা বড় চ্যারেটি সংগঠনের বেলায় বিরল দৃষ্টান্ত 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন