জিবিডেস্ক //
অভিনয়ের চেয়ে পরিচালনায় তাকে বেশি টানে। তাই বাবার পদচিহ্ন অনুসরণ না করে পরিচালক হিসাবে আত্মপ্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন আরিয়ান খান।
তার প্রথম পদক্ষেপ হিসেবে ইতিমধ্যেই শাহরুখকে নির্দেশ দিয়ে ফেলেছেন তিনি। আরিয়ানের লঞ্চ করা ‘লাক্সারি স্ট্রিটওয়্যার’ ব্র্যান্ডের বিজ্ঞাপনের মুখ খোদ শাহরুখ খান।
ছেলের ব্র্যান্ডের প্রচারে কোনো খামতি রাখছেন না শাহরুখ। খেলার মাঠ থেকে এয়ারপোর্ট, বাড়ি থেকে ফটোশুট সর্বত্রই আরিয়ানের ব্র্যান্ডের পোশাকে ধরা দিচ্ছেন কিং খান। আরিয়ান নিজ পোশাক ব্র্যান্ডের নাম রেখেছেন ‘ডি’ইয়াভল এক্স’। সেই ব্র্যান্ডের পোশাক পরেই একফ্রেমে ধরা দিলেন শাহরুখ, আরিয়ান ও আব্রাম। ম্যাচিং পোশাকে শাহরুখ ও তার দুই পুত্রকে দেখে মুগ্ধ ভক্তরা। তিনজনের পরনেই আরিয়ানের ব্র্যান্ডের কালো রঙা টি-শার্ট এবং লেদার জ্যাকেট।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন