সৈয়দ নাজমুল হাসান, ঢাকা ||
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নারী-শিশু নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদে আলোক প্রজ্জ্বলন র্যালীর আয়োজন করে শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ {বাংলাদেশ শাখা} ও ‘গৌরব ৭১’ নামে একটি সংগঠন।
রবিবার (১৮ অক্টোবর) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় বিকাল ৩ টায় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৭০ জন শিশু-কিশোর অংশ নেয়। চিত্রাঙ্কনের বিষয় ছিল ‘ভোরের পাখি শেখ রাসেল’। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৭ তম জন্মদিনকে উপলক্ষে করে ক্ষুদে শিল্পীদের রঙ তুলির আঁচড়ে ছোট ছোট ক্যানভাস উজ্জ্বল হয় শিশু রাসেলের ছোট্ট জীবন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা ও প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক এমপি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গৌরব ’৭১ এর সাধারণ সম্পাদক এফ এম শাহীন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন