জিবিডেস্ক //
সুস্মিতা সেনের ভাই রাজীবের সঙ্গে সংসার শুরু হতেই হতেই ভেঙে যায় ছোটপর্দার অভিনেত্রী চারু অসোপার। তবে তার আগেই জন্ম হয় মেয়ে জিয়ানার।
এক পর্যায়ে মেয়েকে নিয়ে আলাদা থাকতে শুরু করেন চারু। তবে মেয়েকে নিয়ে একলা মায়ের বাড়ি ভাড়া পেতে নাকি প্রায় ঘাম ছুটে যায় চারুর।
চারুর কথায়, মুম্বইয়ে অভিনেত্রী, তার ওপর সিঙ্গল মাদারের বাড়ি ভাড়া পাওয়া বেশ কষ্টসাধ্য। কেউ বাড়ি ভাড়া দিতে চান না। অনেক দিন ধরেই বাড়ি খুঁজছিলাম। এই রোদে বেরিয়ে বেরিয়ে ফ্ল্যাট দেখেছি। অনেকেই আমাকে ফিরিয়ে দিয়েছেন। কারণ আমি একা মা।
চারু তাই প্রশ্ন তোলেন, মুম্বাইয়ের মতো জায়গায় অভিনেত্রীরা যদি থাকার জায়গা না পান, তা হলে কোথায় পাবেন তারা? খুব কষ্ট করে একটি এক রুমের ফ্ল্যাট ভাড়া পান। বর্তমানে মেয়ে বড় হচ্ছে, জায়গায় অভাব। তাই একটি দুই রুমের ফ্ল্যাটে উঠেছেন। সুস্মিতার ভাইয়ের সঙ্গে সম্পর্ক ও পোশাক নিয়ে প্রায়ই বিভিন্ন কটুকথা শুনতে হয় চারুকে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন