মোঃ নাসির, নিউ জার্সি, আমেরিকা থেকে :ভোটার হয়েও যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারবেন না দেশটির প্রায় ৫২ লাখ নাগরিক। অপরাধবিষয়ক নথিতে বর্তমান ও আগের নানা অপরাধের কারণে নির্বাচনে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছেন তারা। শ্বেতাঙ্গের চেয়ে কৃষ্ণাঙ্গ নাগরিকরাই বেশি ভোটবঞ্চিত হচ্ছেন। ২০১৬ সালে ভোট দিতে না পারা ব্যক্তিদের সংখ্যা আরও বেশি ছিল। সাজাপ্রাপ্ত আসামিদের ভোটাধিকার সুরক্ষার উদ্যোগের ফলে গতবারের চেয়ে এবার এ সংখ্যা অন্তত ১৫ শতাংশ কমেছে। ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিতে পারেননি প্রায় ৬১ লাখ নাগরিক। ভোট দিতে নিষেধ করা বেশির ভাগ লোক কারাগারে নেই। স্বীকৃত মাত্র ২৫ শতাংশ মানুষ কারাগারে রয়েছেন। ১০ শতাংশ প্যারোলে রয়েছেন এবং ২২ শতাংশ গুরুতর পরীক্ষায় রয়েছেন। বাকি ৪৩ শতাংশ তাদের দেওয়া প্রতিশ্রুতি সম্পন্ন করেছেন, তবে এখনো ভোট দিতে পারেন না। এ নিয়ে বিভিন্ন অঙ্গরাজ্যে নানা নিয়ম রয়েছে। মেইন এবং ভারমন্ট অঙ্গরাজ্যের লোকেরা কারাগার থেকেও ভোট দিতে পারেন। ভোট বয়সের জনসংখ্যার শূন্য শতাংশ ভয়াবহ রেকর্ড দ্বারা বঞ্চিত হন। ম্যাসাচুসেটসে এটি শূন্য দশমিক ২ শতাংশ। আলাবামা, মিসিসিপি এবং টেনেসিতে ভয়াবহ রেকর্ডের কারণে ভোটিং বয়সের কমপক্ষে ৮ শতাংশ ভোটদান নিষিদ্ধ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন