জিবিডেস্ক //
আর্লিং হলান্ড মাঠে নামলেই যেন রেকর্ড বই নিয়ে বসতে হয়! ইংলিশ প্রিমিয়ার লিগে প্রথম খেলোয়াড় হিসেবে এবার এক মৌসুমে সর্বোচ্চ ৩৫ গোলের রেকর্ড গড়লেন তিনি। তাতে পেছনে পড়ল ৪২ ম্যাচের মৌসুমে অ্যালান শিয়ারার ও অ্যান্ডি কোলের ৩৪ গোলের রেকর্ড।
এবারের আসরে বেশিরভাগ ম্যাচেই সিটির প্রথম গোল এসেছে হলান্ডের পা থেকে। তবে গতকাল রাতে ওয়েস্ট হাম ইউনাইটেডের বিপক্ষে গোল পেতে হলান্ডকে অপেক্ষা করতে হয়েছে ৭০ মিনিট পর্যন্ত।
জ্যাক গ্রিলিশের থ্রু পাস থেকে ৭০তম মিনিটে হলান্ড যখন বলটা পেয়ে গেলেন সামনে শুধু ওয়েস্ট হামের গোলকিপার লুকাস ফাবিয়ানিস্কি। হলান্ডের লব পোলিশ গোলকিপারের যেমন ধরার সাধ্য ছিল না, তেমনি প্রিমিয়ার লিগে এ মৌসুমে হলান্ডের ৩৫ নম্বর গোলও আপাতত ধরা-ছোঁয়ার বাইরে। আর লিগ শেষে গোলের রেকর্ড কোন উচ্চতায় তুলবেন, তা অনুমানও রোমাঞ্চকর।
লিগে এটি হলান্ডের ৩১তম ম্যাচ। ম্যানচেস্টার সিটির হাতে আছে আরও ৫ ম্যাচ। রেকর্ডটি আরও উঁচুতে তুলতে হলান্ড সময় পাচ্ছেন বৈকি। সিটিও হেসেখেলে এগিয়ে যাচ্ছে শিরোপা জয়ের পথে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন