রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধিঃ-
মৌলভীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয় এর অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও কোডিন মিশ্রিত টলেক্স উদ্ধারসহ ২জনকে আটক করা হয়েছে।
জানা যায়, মৌলবীবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় এর উপপরিচালক মোহাম্মদ হাবীব তৌহিদ ইমাম এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জকির হোসেন এর নেতৃত্বে এবং বিভাগীয় রেইডিং টিমের সহায়তায় সোমবার (৮ মে) কুলাউড়া থানাধীন ১১নং শফিপুর ইউপি লালারচক নামক জায়গায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১।ওয়াজকুরুনী (২৬) ৬২৫ পিস ইয়াবা ও ফকর উদ্দিন (২৮)কে ৫৬ বোতল কোডিন মিশ্রিত টলেক্স সহ আটক করা হয়।
পরে আসামীদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা করা হয়।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন