মৌলভীবাজার পৌরসভার বাসাবাড়ির বর্জ্য দিয়ে তৈরি হবে জৈবসার ও বায়োগ্যাস: মেয়র ফজলুর রহমান

জিবি নিউজ ।।

মৌলভীবাজার শহরে মানুষের বাসাবাড়িতে ব্যবহৃত বর্জ্য দিয়ে তৈরি করা হবে জৈবসার ও বায়োগ্যাস। প্লাস্টিক, পলিথিন ও ইলেকট্রিক বর্জ্য রিসাইকেল করে পুণরায় ব্যবহার করা হবে। হোটেল-রেস্টুরেন্ট, ব্যবসা প্রতিষ্ঠান, মেডিকেল বর্জ্য তথা হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টি সেন্টার ও ফার্মেসির বর্জ্য এর আওতায় থাকবে।

বুধবার (১০ মে) সকালে পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে পৌরসভা বোর্ডরুমে স্টেকহোল্ডারদের সাথে এক পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে পৌরসভার কাউন্সিলর,সাংবাদিক,বিভান্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা,শিক্ষক,ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্টেকহোল্ডার কনসালটেশন অন ইন্টিগ্রেটেড সলিড ওয়েস্ট ম্যানেজম্যান্ট বিষয়ক এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র ফজলুর রহমান। অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর- এলজিইডির টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোজেক্ট অন ইন্টিগ্রেটেডা সলিড ওয়েস্ট ম্যানেজম্যান্ট ইমপ্রোভমেন্ট প্রজেক্ট।

সভায় জানানো হয় মৌলভীবাজারসহ দেশের চারটি সিটি কর্পোরশেন ও ১৭ টি পৌরসভা, ৩টি সিটি কর্পোরেশনকে এই প্রকল্পের আওতায় রয়েছে। অর্থায়ন করছে Asian Infrastructure Investment Bank (AIIB)। সিলেট বিভাগের মধ্যে শুধুমৌলভীবাজার পৌরসভাকে এই প্রকল্পের আওতায় রাখা হয়েছে।

সভায় জানানো হয় মৌলভীবাজার পৌরসভায় মোট জনসংখ্যা ৭৯ হাজার ৬৯৮ জন। বর্তমানে প্রতিদিন বর্জ্য উৎপাদন হয় ২৯ টন। ২০৩৫ সালে সেটা হবে ৩৫ টন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন