রুবেল আহমেদ, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার পৌরসভার ২০২৩- ২০২৪ অর্থবছরের প্রস্তাবিত খসড়া বাজেট প্রণয়নে বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ মে) দুপুর ২ ঘটিকায় মৌলভীবাজার পৌরসভা হলরুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার পৌরসভার পৌর মেয়র আলহাজ্ব মোঃ ফজলুর রহমান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন,মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রমাকান্ত দাশ গুপ্ত, সিনিয়র সহ: সভাপতি, এডভোকেট দিপেন্দু দাশ গুপ্ত কাজল, সাবেক সহঃ সভাপতি এডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস, জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট রাধাপদ দেব সজল, নারী শিশু আদালতের স্পেশাল পিপি এডভোকেট নিখিল রঞ্জন দাশ,, সাবেক এপিপি এডভোকেট আবদুল খালিক, এপিপি এডভোকেট আবদুল আজিজ, এপিপি সাইফুর রহমান, এডভোকেট আবদুল মান্নান চৌধুরী, এপিপি এডভোকেট সুরাইয়া বেগম, এপিপি এডভোকেট জুনেদ মিয়া, এডভোকেট ভিক্টর প্রেন্টিস উচ্ছ্বাস প্রমুখ, এছাড়াও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়াসহ,পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় মেয়র তাঁর বক্তব্য বলেন মৌলভীবাজার পৌরসভাকে স্মার্ট পৌরসভা করতে বিভিন্ন শ্রেনী পেশার লোকজনসহ সকল পৌরবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
মত বিনিময় সভায় পৌরবাসীর বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন শ্রেনী পেশার লোকজন পৌর মেয়রকে অবগত করেন।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন