ভারত মহাসাগরীয় দেশগুলোকে সমুদ্র কূটনীতি জোরালো করার আহ্বান

জিবিডেস্ক //

ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে নিজেদের উন্নয়ন ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিতের লক্ষ্যে ‘সমুদ্র কূটনীতি’ জোরালো করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

শুক্রবার (১২ মে) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ষষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলনে বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন। 

প্রধানমন্ত্রী বলেন, ‘ভৌগোলিক অবস্থানের কারণে ভারত মহাসাগর শুধু বাংলাদেশের জন্য নয়, এই অঞ্চলের সব দেশের জন্যই গুরুত্বপূর্ণ। সম্প্রতি আমরা আমাদের ইন্দো-প্যাসিফিক কৌশল তৈরি করেছি। এরই ধারাবাহিকতায়, আমি এই ষষ্ঠ ভারত মহাসাগরীয় সম্মেলনে ভারত মহাসাগর অঞ্চলের জন্য ছয়টি বিষয়ের উপর আলোকপাত করতে চাই।’

‘প্রথমটি হলো ভারত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোকে তাদের উন্নয়ন এবং সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিতের লক্ষ্যে ‘সমুদ্র কূটনীতি জোরালো করতে হবে। দ্বিতীয়টি হলো এই অঞ্চলের অনেক দেশ জলবায়ু পরিবর্তনজনিত প্রভাবের ঝুঁকিতে থাকার বিষয়টি বিবেচনা করে, প্রাকৃতিক দুর্যোগ এবং সংশ্লিষ্ট ক্ষয়ক্ষতি কমাতে আমাদের সহযোগিতা বাড়াতে হবে।’

বঙ্গবন্ধুকন্য বলেন, ‘তৃতীয়ত একটি স্থিতিশীল এবং টেকসই ভবিষ্যতের জন্য ভারত মহাসাগরীয় দেশগুলোর মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সমীহের ভিত্তিতে শক্তিশালী অংশীদারিত্ব গড়ে তুলতে হবে। চতুর্থটি হলো ভারত মহাসাগরে সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত বিদ্যমান ব্যবস্থাকে শক্তিশালী করা, যার মধ্যে সমুদ্রে জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়া, অনুসন্ধান ও উদ্ধার কাজে সহায়তা এবং আন্তর্জাতিক আইন অনুসারে নৌ ও বিমান চলাচল নিশ্চিত করা হবে।’

শেখ হাসিনা বলেন, ‘শান্তির সংস্কৃতি চর্চা এবং জনবান্ধব উন্নয়নের প্রসার করতে হবে। একটি শান্তিপূর্ণ, সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের উদ্দেশ্যে বিশ্ব জনগোষ্ঠীর অর্ধেক নারী সম্প্রদায়কে যথাযথ গুরুত্ব প্রদান করতে হবে। পাশাপাশি উন্মুক্ত, স্বচ্ছ, নিয়মভিত্তিক বহুপাক্ষিক ব্যবস্থার প্রসার করা, যা অন্তর্ভুক্তিমূলক সমতাভিত্তিক টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করবে। এছাড়া অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে এই অঞ্চলে এবং তার বাইরেও সবাইকে ধন্যবাদ। আমি এ সম্মেলনের সর্বাঙ্গীণ সফলতা কামনা করছি।’

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন