জিবিডেস্ক //
বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক স্বাক্ষরের জন্য ইতালিকে আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
রোববার (১৪ মে) সচিবালয়ে প্রতিমন্ত্রী নিজ অফিসে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত ইনরিকো নুনজিয়াতার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান। সাক্ষাতে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা করেন।
প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতার জন্য সমঝোতা স্মারক দ্রুত স্বাক্ষর করা গেলে উভয় দেশই উপকৃত হবে।
তিনি বলেন, ইলেকট্রনিক ভেহিক্যাল, চার্জিং স্টেশন, সোলার, সঞ্চালন লাইন ইত্যাদি বিষয়ে একসঙ্গে কাজ করার সুযোগ রয়েছে।
এসময় রাষ্ট্রদূত নন বাইন্ডিং সমঝোতা স্মারকের অগ্রগতি নিয়ে আলোচনা করেন। জ্বালানি, এলএনজি, বিদ্যুৎ ও প্রযুক্তি খাতে ইতালির অবস্থা তুলে ধরেন তিনি। সাক্ষাৎকালে ইতালির জ্বালানি মন্ত্রীর পক্ষ থেকে প্রতিমন্ত্রীকে ইতালি ভ্রমণের আমন্ত্রণ জানান।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন