জিবিডেস্ক //
যুক্তরাষ্ট্র সফরে ওয়াশিংটনে বিশ্বব্যাংক সদর দপ্তরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড পালপাসকে পদ্মা সেতুর একটি বাঁধাই করা ছবি উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এ বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশে যে অনেক ভালো ভালো পেইন্টার আছে, তারা অনেক ভালো ভালো কাজ করেন, তা দেখানোর জন্যই আমি পেইন্ট করা সেই ছবিটি উপহার দিয়েছি।
সোমবার (১৫ মে) বিকেল ৪টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সদ্য সমাপ্ত জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে পদ্মা সেতু সবার কাছে গর্বের এবং দর্শনীয়। তাই পদ্মা সেতুর পেইন্ট করা ছবিটি নিয়ে গেছি। আর বাংলাদেশে ভালো ভালো পেইন্টাররা অনেক ভালো কাজ করেন, তারা সুন্দরভাবে তুলে ধরতে পারেন তাদের পেইন্টে, সে কারণে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টকে পদ্মা সেতুর বাঁধাই করা ছবি উপহার দেওয়া হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন