পাপারাজ্জিদের ধাওয়ার মুখে পড়েছিলেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান

জিবিডেস্ক //

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠান থেকে ফেরার পথে মঙ্গলবার (১৬ মে) রাতে পাপারাজ্জিদের (ফটোগ্রাফার) ধাওয়ার মুখে পড়েছিলেন ব্রিটিশ রাজ পরিবারের সদস্য প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মেরকেল।

ফটোগ্রাফাররা তাদের দেখতে পেয়ে ছবি তোলার জন্য হুমড়ি খেয়ে পড়েন। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে নিউইয়র্কের একটি পুলিশ স্টেশনে যান তারা। পরবর্তীতে নিরাপত্তাকর্মীরা এই দম্পতিকে একটি ট্যাক্সি ক্যাবে তুলে দেন। তবে মাত্র ১০ মিনিট পরই নিরাপত্তাকর্মীর নির্দেশনায় ট্যাক্সি ক্যাবটি আবারও পুলিশ স্টেশনে ফিরে যায়।

যে ট্যাক্সিতে ব্রিটিশ রাজদম্পতি ওঠেছিলেন সেটি ছিল সুখচাঁন সিং নামের এক ভারতীয়র। নিজের ট্যাক্সিতে হ্যারি-মেগানের ওঠার বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেছেন সুখচাঁন। তিনি সংবাদমাধ্যম বিবিসিকে বলেছেন, হ্যারি ও মেগান দুজনকেই বেশ ভয়ার্ত দেখা যাচ্ছিল। তার মনে হয়েছিল, তারা দুজনই বেশ ঘাবড়ে গিয়েছিলেন।

তবে রাজ দম্পতির মুখপাত্র যে দাবি করেছেন, ফটোগ্রাফাররা তাদের ধাওয়া করছিল, সেটি পুরোপুরি সঠিক নয় বলে মনে করেন সুখচাঁন। তার মতে ওই ফটোগ্রাফাররা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই চলছিলেন।

এ ব্যাপারে সুখচাঁন সিং বলেছেন, ‘আমি ৬৭ নং স্ট্রিটে ছিলাম তখন আমাকে নিরাপত্তারক্ষী ডাক দেন। এরপর আপনারা জানেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী দ্রুত আমার ক্যাবে ওঠেন।’

‘আমাদের ক্যাবটি একটি ময়লার গাড়ির কারণে আটকে যায়, তখনই হঠাৎ ফটোগ্রাফাররা আসেন এবং ছবি তোলা শুরু করেন। যখনই হ্যারি ও মেগান তাদের গন্তব্য বলতে যাবেন তখন নিরাপত্তাকর্মী ফিরে যাওয়ার নির্দেশনা দেন।’

তিনি আরও বলেছেন, ‘দেখে মনে হয়েছিল তারা ঘাবড়ে গেছেন, আমার মনে হয়েছে তাদের হয়ত সারাদিনই তাড়া দেওয়া হয়েছে। তারা খুবই ভয়ার্ত ছিলেন, কিন্তু নিরাপত্তারক্ষী এটি দেখছিলেন।’

হ্যারি ও মেগান মাত্র ১০ মিনিটের জন্য সুখচাঁন সিংয়ের গাড়িতে ওঠলেও তারা তার নাম জিজ্ঞেস করতে ভুলেননি। এছাড়া রাজ দম্পতিকে ১০ মিনিট চড়িয়েই ৫০ ডলার পান তিনি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন