সেনাবাহিনী নিয়ে রসিকতা করা সেই চীনা কমেডিয়ান গ্রেপ্তার

জিবিডেস্ক //

চীনের সেনাবাহিনী নিয়ে রসিকতা করায় দেশটির সেই কৌতুক অভিনেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত ওই অভিনেতার নাম লি হাওশি। একইসঙ্গে তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো সংস্থাকেও বড় অংকের অর্থ জরিমানা করা হয়েছে।

এছাড়া কৌতুকের কারণে লি হাওশিকে জেলে যেতেও হতে পারে। বৃহস্পতিবার (১৮ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, নিজের কুকুরের আচরণকে একটি সামরিক স্লোগানের সাথে তুলনা করে রসিকতা করেছিলেন চীনা কৌতুক অভিনেতা লি হাওশি। পরে তাকে গ্রেপ্তার করা হয়। এমনকি লি হাওশিকে নিয়োগকারী সংস্থাকে ৪৭ লাখ ইউয়ান জরিমানাও করা হয়েছে। এছাড়া লিকে জেলে যেতে হতে পারে।

বেইজিংয়ের পুলিশ বলেছে, তারা লি হাওশির পারফরম্যান্স সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেছে। এমনকি তার পারফরম্যান্স ‘গুরুতর সামাজিক প্রভাব সৃষ্টি করেছে’ বলেও দাবি করেছে তারা।

লি হাওশি অবশ্য তার মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এবং বলেছেন, তিনি ‘গভীরভাবে লজ্জিত এবং অনুতপ্ত’ বোধ করেছেন।

বিবিসি বলছে, গত শনিবার বেইজিংয়ে একটি স্ট্যান্ড-আপ পারফরম্যান্সের সময় চীনা সেনাবাহিনী সম্পর্কে আপত্তিকর ওই মন্তব্যটি করা হয়েছিল।

সেসময় কৌতুক অভিনেতা লি হাওশি নিজের দত্তক নেওয়া দু’টি কুকুরের কথা উল্লেখ করে বলেন, ‘আমার কুকুর একটি কাঠবিড়ালিকে তাড়া করেছিল। তবে, আমার কুকুরগুলোকে দেখলে মনে হবে সেগুলো খুবই নমনীয়। এই দু’টি কুকুর আমাকে সেই কথা মনে করিয়ে দেয়... ফাইট টু উইন।’

২০১৩ সালে চীনা সামরিক বাহিনীর জন্য প্রেসিডেন্ট শি যে লক্ষ্য নির্ধারণ করে দিয়েছিলেন, সেখানে ‘ফাইট টু উইন’ স্লোগানটি ছিল। মূলত এটি সেই স্লোগানের অংশ যা প্রেসিডেন্ট শি চীনা সামরিক বাহিনীর লক্ষ্য হিসেবে উন্মোচন করেছিলেন।

টুইটারের মতো চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ওয়েইবোতে শেয়ার করা অডিওতে, দর্শকদের কৌতুক শুনে হাসতে শোনা যায়। সেই ঘটনার পরপরই এটি ভাইরাল হয়।

অবশ্য চীনের কিছু জাতীয়তাবাদীর দাবি, তারা এই ধরনের কৌতুকের কারণে ক্ষুব্ধ হয়েছেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন