যুক্তরাষ্ট্র থেকে ফরিদ খন্দকার: নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির উদ্দ্যোগে সিলেটের রায়হান হত্যার প্রতিবাদে ও আসামি বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আকবর ভূঁইয়া সহ অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে রবিবার (১৮ অক্টোবর) মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জ্যাকসন হাইটস বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির আহবায়ক সৈয়দ রুবেল আহমদ এর সভাপতিত্বে ও সদস্য সচিব ফরিদ খন্দকার (আখতার) এর পরিচালনায় সভায় সিলেটের বন্দর বাজার পুলিশ ফাঁড়িতে নির্মম নির্যাতন করে রায়হান আহমদ কে হত্যার প্রতিবাদ বক্তারা বলেন- আকবর ভূঁইয়া কে প্রত্যাহারের আগমুহুর্ত পর্যন্ত সে কর্মরত পুলিশের লোক। তাহলে কিভাবে পুলিশের হাত থেকে পুলিশ পালিয়ে যায়? তাকে যারা পালাতে সহযোগিতা করেছেন তাদেরকেও আইনের আওতায় আনার দাবি জানান বক্তারা।
উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন- নিহত রায়হানের চাচা ময়নুল কুদ্দুস ও চাচী, বালাগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবা বেগম।
বাঙ্গালি কমিউনিটির নেতৃবৃন্দ সহ জ্যাকসন হাইটস বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির নেতৃবৃন্দের মধ্যে আরো উপস্থিত ছিলেন- রাজীব চৌধুরী রাজ, রেদওয়ান আহমদ, সাহেদ আহমদ, সেলিম আলী, ফজল হুসেন, হাবীব রহমান, মোবারক দেওয়ান, রায়হান সুমন, রুহেল খান, পারবেজ মিয়া, শাজাহান মিয়া, হাফিজ সাহবাজ আহমদ, আলম, বুরহান উদ্দিন, আরিফ আহমদ, এস রহমান টিটু, তুহিন আহমদ, জাবেদ আহমদ প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন