জিবিডেস্ক //
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে নিয়ে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হাসনাত খান নামে এক ইউটিউবারের বিরুদ্ধে এ জিডি করা হয়।
শুক্রবার (১৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক।
তিনি জানান, গত ১৭ মে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিরুদ্ধে অপপ্রচার করছেন ইউটিউবার হাসনাত খান– এমন অভিযোগ এনে জিডিটি করেন মিজানুর রহমান নামে একজন। তিনি বিমানের কর্মকর্তা। জিডিটি যাচাই-বাছাইয়ের জন্য ডিএমপি সাইবার ক্রাইম বিভাগে পাঠানো হয়েছে। সেখানে তদন্তের যদি অভিযোগের সত্যতা পাওয়া যায় তাহলে জিডিটি মামলা আকারে নেওয়া হবে। মামলায় আসামি করা হবে হাসনাত খানকে।
জিডিতে বলা হয়, হাসনাত তার ইউটিউব চ্যানেল থেকে মাসখানেক আগে ‘এ যেন সরাসরি ডাকাতি, পাপের বোঝা জনগণের ওপর’ এবং এর দুই দিন আগে ‘পুরো বিমানবন্দরে রেড অ্যালার্ট, দ্রুত পদক্ষেপে স্পেশাল ফোর্স’ শিরোনামে দুটি ভিডিও কনটেন্ট পোস্ট করেন।
ভিডিওতে হাসনাত বিমান সম্পর্কে মিথ্যাচার করেছেন এবং আক্রমণাত্মক ভাষায় মনগড়া তথ্য দিয়ে বিমানের অপূরণীয় সম্মানহানি করেছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন