নোমান বখত পলিন,সুনামগঞ্জ প্রতিনিধি:-
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের সমর্থনে নির্বাচনী প্রচারণা ও পথসভা করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ’র নেতৃবৃন্দ।
শুক্রবার দিনব্যাপী জগন্নাথপুর উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণা ও পথসভা অংশ গ্রহন করেন,সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।
এ সময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন বলেন,জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নাই।আওয়ামী লীগ সরকারের উন্নয়ন জনমানুষের কাছে তুলে ধরেন এবং আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলামের পক্ষে ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগ নেতা সিদ্দিক আহমদ,অ্যাডভোকেট অ্যাড. নজরুল ইসলাম শেফু,অ্যাডভোকেট চাঁন মিয়া,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আবুল কালাম,জেলা আওয়ামী লীগ নেতা শংকর চন্দ্র দাস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু,সুনামগঞ্জ সরকারি কলেজের ভিপি অ্যাড. মণীষ কান্তি দে মিন্টু,জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, শন্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন