জিবিডেস্ক //
বাথরুম থেকে বলিউড অভিনেতা, মডেল, কাস্টিং কো-অর্ডিনেটর আদিত্য সিং রাজপুতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের ধারণা, মাত্রাতিরিক্ত মাদক গ্রহণের কারণে তার মৃত্যু হয়েছে।
ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, আদিত্য সিং রাজপুতকে হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জানা যায়, এক বন্ধু তার মরদেহ উদ্ধার করেছেন বাথরুম থেকে। সেই বন্ধুই বাড়ির দারোয়ানের সাহায্য নিয়ে তাকে কাছাকাছি এক হাসপাতালে নিয়ে যান।
সূত্রের দাবি, মাদকাসক্ত ছিলেন আদিত্য। মাত্রাতিরিক্ত মাদক গ্রহণের কারণেই মৃত্যু হয়েছে তার। দিল্লিতেই জন্ম ‘স্প্লিসটভিলা’ রিয়ালিটি শো খ্যাত অভিনেতার। মুম্বাইয়ে এসে মডেল হিসেবে কাজ শুরু করেছিলেন তিনি। সিরিয়াল ছাড়াও একাধিক ছবিতে অভিনয় করেছেন।
‘ক্রান্তিবীর’, ‘ম্যায়নে গান্ধি কো নেহি মারা’ ছবিতে অভিনয় করেছেন আদিত্য। এছাড়া ‘স্প্লিসটভিলা’র ৯ নম্বর সিজনে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি। ‘লাভ’, ‘আশিকি’, ‘ব্যাড বয় সিজন ৪’-র মতো একাধিক টেলিভিশন শোতেও কাজ করেছেন তিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন