ভিনির প্রতিমূর্তি ঝুলিয়ে ৪ জন গ্রেপ্তার

জিবিডেস্ক //

গত রোববার ম্যাচ চলাকালে গ্যালারি থেকে ভ্যালেন্সিয়ার সমর্থকরা বর্ণবাদী মন্তব্য করেন ভিনিসিয়াস জুনিয়রকে। এরপর সেই ঘটনার জের ধরে দুই দলের খেলোয়াড়দের মধ্যেও হাতা-হাতি হয়। এমন কান্ডে যখন সরব ফুটবলপাড়া  তখন কিছুটা হলেও স্বস্তির খবর পেলেন এই ব্রাজিলিয়ান।

গত জানুয়ারিতে মাদ্রিদ ডার্বির আগে ভিনিসিউসের একটি প্রতিকৃতি বানিয়ে সেটাতে ২০ নম্বর জার্সি পরিয়ে রিয়াল মাদ্রিদের অনুশীলন মাঠের সামনের একটি ব্রিজ থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। সঙ্গে একটি ব্যানারও লাগিয়ে দেওয়া হয়েছিল। যেখানে লেখা ছিল, ‘রিয়ালকে মাদ্রিদ ঘৃণা করে।’

ওই ঘটনার পর তদন্ত শুরু করে স্পেনের পুলিশ। সেটার ফলাফল হিসেবে এবার চারজনকে গ্রেফতার করার কথা জানায় তারাে

এদিকে লা লিগায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে সবশেষ ম্যাচে বর্ণবাদের শিকার হওয়া ভিনির পাশে দাঁড়িয়েছে ফিফা, ব্রাজিল সরকার থেকে শুরু করে অনেকে। রিয়ালের প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেসও বার্তা দিয়েছেন ভিনির পাশে থেকে বর্ণবাদের বিরুদ্ধে কাজ করে যাওয়ার।

ভিনি নিজেও প্রতিশ্রুতি দিয়েছেন, যত সংগ্রামই তাকে লড়তে হোক না কেন, বর্ণবাদের শেকড় উৎপাটনে কাজ চালিয়ে যাবেন তিনি।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন