সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীরনৌকা প্রতীকের সমর্থনে বৃষ্টলে একমতবিনিময় সভা অনুষ্ঠিত

খায়রুল আলম লিংকন||

 সিলেট সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীরনৌকা প্রতীকের সমর্থনে আনোয়ারুজ্জামান চৌধুরী ক্যাম্পাইন কমিটি বৃস্টল বাথ এন্ড ওয়েস্ট এর উদ্দ্যোগে বৃষ্টলে একমতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে |

মঙ্গলবার আনোয়ারুজ্জামান চৌধুরী ক্যাম্পাইন কমিটি বৃস্টল বাথ এন্ড ওয়েস্ট এর আহ্বায়ক সাংবাদিক কামরুল ইসলাম এরসভাপতিত্বে ও সদস্য সচিব, যুবলীগ সভাপতি ইন্জিনিয়ার খায়রুল আলম লিংকন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল হক চৌধুরী রুকু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আরিফ উদ্দীনইসলাম, ট্রেজারার সমর আলী, যুক্তরাজ্য বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ এর সভাপতি ইন্জিঃ হারুনুর রশীদ, নিউপোর্টআওয়ামীলীগ এর প্রতিষ্ঠাতা সহ সভাপতি শাহ আনোয়ার আলী, প্রতিষ্ঠাতা ট্রেজারার হাজী মোঃ জিলু মিয়া প্রমুখ।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাথেন বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট যুবলীগের সাধারণ সম্পাদক বদরুল আলম লিটন, সাংগঠনিকসম্পাদক আমিনুর রহমান জুনেল।

সভার শুরুতে সিলেট বিভাগের কৃতি সন্তান প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, মাহমুদুস সামাদ চৌধুরী এম পি , সাবেক মেয়র বদর উদ্দীন কামরান, সাবেক সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুররহমানসহ প্রয়াত সকল নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে ১ মিনিট নীরবতা পালন করা হয়।তাদের আত্মার মাগফেরাত ওআনোয়ারুজ্জামানের বিজয় কামনা করে দোয়া পরিচালনা এবং পবিত্র কোরআন থেকেতেলাওয়াত  করেন যুবলীগ সহ সভাপতিহাবিবুর রহমান।

বক্তারা বলেন, আনোয়ারুজ্জামান চৌধুরী শুধু আওয়ামী লীগের মনোনীত প্রার্থীই নন, তিনি দলমত নির্বিশেষে সকলপ্রবাসীদের প্রতিনিধি। আনোয়ারুজ্জামান চৌধুরী সিলেট সিটিতে মেয়র নির্বাচিত হলে প্রবাসীদের আশা আকাঙ্খারপ্রতিফলন ঘটবে।  স্মার্ট সিলেট গড়তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরীকেনৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করা ও সর্বাত্নক সহযোগীতা, সমর্থনের জন্য সকলকে অনুরুধ জানানো হয়।

সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট আওয়ামীলীগ এর সাবেক সাধারণ সম্পাদক গৌছ মিয়া, হাবিবুররহমান, আওয়ামীলীগ নেতা আরাফাত আলী রাজু, মুসাদ আলী, জাকির আহমদ (আনোয়ার), জিয়াউল হক, বৃষ্টল বাথ এন্ডওয়েষ্ট আওয়ামীলীগ এর সাবেক ট্রেজারার তদরিছ উল্লাহ, আওয়ামীলীগ নেতা শওকত আলম চৌধুরী কপিল, আঙ্গুর আলম, বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট যুবলীগ সহ সভাপতি মোবারক আলী, আব্দুল ওয়াহিদ, ইমরুল কায়েস সোহেল, যুবলীগ সাংগঠনিকসম্পাদক আব্দুল হামিদ, যুবলীগ ট্রেজারার আবুল মিয়া, যুবলীগ নেতা আফজল হোসেন, আহবাব হোসেন, আতিকুর রহমান, ওলিউর রহমান, মাহবুব রহমান, যুবলীগ নেতা শাহনেওয়াজ রহমান, সেলিম আহমদ, সিরাজ আলী প্রমুখ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন