ভারতীয় স্পাইডারম্যানের মুক্তির অপেক্ষায় উত্তেজনা তুঙ্গে

জিবিডেস্ক //

সারা বিশ্বজুড়ে দর্শকরা স্পাইডারভার্স স্পাইডার-ম্যানের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। সেখানে স্বাভাবিকভাবেই ভারতীয় ভক্তদের উত্তেজনা তুঙ্গে। এই অ্যানিমেটেড ফিল্মে প্রথম ভারতীয় স্পাইডার-ম্যান, পবিত্র প্রভাকরকে দেখা যাবে। এখানে পবিত্র প্রভাকরের কণ্ঠশিল্পী হিসেবে হিন্দি এবং ইংরেজিতে কণ্ঠ দিয়েছেন ভারতীয় ক্রিকেটার শুভমন গিল।

স্পাইডার-ম্যানের ভারতীয় সংস্করণকে প্রথম শরদ দেবরাজন, সুরেশ সীতারামন এবং জীবন জে. কাং স্পাইডার-ম্যান: ইন্ডিয়া কমিক বইতে ২০০৫ সালের জানুয়ারিতে প্রকাশ করেছিলেন।

এখন স্পাইডার-ম্যান: অ্যাক্রস দ্য স্পাইডারভার্সে তাঁর প্রথমবারের জন্য বড় পর্দায় আত্মপ্রকাশ করবে।

ছবির পরিচালক কেম্প পাওয়ারস জানিয়েছেন কীভাবে পবিত্র প্রভাকর মাল্টিভার্সের অন্যান্য স্পাইডার ম্যানের ভ্যারিয়েন্টদের থেকে আলাদা। তিনি বলেছেন, “পবিত্রের ক্ষমতা জাদুর মাধ্যমে এসেছে। তেজস্ক্রিয় মাকড়সা কামড়ে অন্যান্য স্পাইডার ম্যানরা তাদের ক্ষমতা পেয়েছে ফলে এদিক থেকে  পবিত্র একেবারেই আলাদা। সে আসলে একটি রহস্যময় বস্তু থেকে তার ক্ষমতা অর্জন করেছিলেন। তবে তাকেও বাকি স্পাইডার ম্যানদের মতো নানা সমস্যা ও ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। পাশাপাশি আর্থ ৬১৬-এর স্পাইডার ম্যান পিটার বেনজামিন পার্কারের মতো পবিত্র প্রভাকরও তার কাকাকে হারিয়েছে। এই সিনেমায় সে মাইলসের সমসাময়িক।”

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন