শুভমান একাই জিতলেন ৪ পুরস্কার, আরও যারা পেয়েছেন

জিবিডেস্ক //

টানা দ্বিতীয় আইপিএল শিরোপা জয়ের কাছাকাছি চলে গিয়েছিল গুজরাট টাইটান্স। কিন্তু শেষ বলে এসে শুভমান গিলদের হতাশার আগুনে পুড়িয়ে পঞ্চম ট্রফি জয়ের উদযাপন করেছে চেন্নাই সুপার কিংস। ১৬তম আসরজুড়ে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করা গিল এদিনও দারুণ শুরু করেছিলেন। কিন্তু ২০ বলে ৩৯ রানেই তাকে ফিরতে হয়েছে। যার মাধ্যমে এবারের আসরে ৮৯০ রান করেছেন গিল। ফলে সর্বোচ্চ রানসংগ্রাহকের পুরস্কারও উঠেছে ২৩ বছর বয়সী এই ব্যাটারের হাতে।

কেবল সেরা ব্যাটারই নন, শুভমান গিল ব্যক্তিগত পুরস্কারের তালিকায় শীর্ষে রয়েছেন। ফাইনাল শেষে তিনি একাই পেয়েছেন চারটি পুরস্কার। চ্যাম্পিয়ন না হয়েও, সেই তালিকায় রয়েছেন মোহাম্মদ শামি, যশস্বী জয়সওয়াল ও ফাফ ডু প্লেসিরা। সর্বোচ্চ রানের পর উইকেটের দিক থেকে এগিয়ে গুজরাট। দলটির প্রধান পেসার শামির হাতে উঠেছে সর্বোচ্চ উইকেটশিকারীর বেগুনী ক্যাপ।

আইপিএল আসরের ওপেনার শুভমান গিল ১৭ ম্যাচে ৮৯০ রান করেছেন। ৫৯.৩৩ গড় ও ১৫৭.৮০ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। তিনটি শতরান ও চারটি অর্ধশতরান করেছেন শুভমান। এবারের আইপিএলে সবচেয়ে বেশি ৮৫টি চার মেরেছেন শুভমান। এছাড়া আরও দুটি পুরস্কার উঠেছে তরুণ ওপেনারের হাতে। এই মৌসুমের ‘গেম চেঞ্জার’ এবং ‌‌‘সবচেয়ে মূল্যবান ক্রিকেটারে’র পুরস্কারও তিনিই পেয়েছেন। চার ক্যাটাগরিতে সবমিলিয়ে শুভমান পেয়েছেন প্রায় ৫২ (৪০ লাখ রুপি) লাখ টাকা।

 

গুজরাটের হয়ে খেলা ভারত জাতীয় দলের পেসার এবারের আসরে ১৭ ম্যাচে ২৮টি উইকেট নিয়েছেন। ওভারপ্রতি ৮.০৩ রান দিয়েছেন শামি। নতুন বলে দলকে তিনি বেশকিছু গুরুত্বপূর্ণ উইকেটও এনে দিয়েছেন। এমন কীর্তির জন্য শামি পেয়েছেন প্রায় ১৩ লাখ টাকা।

২০২৩ আইপিএলের উঠতি প্রতিভা (ইমার্জিং প্লেয়ার) হয়েছেন যশস্বী জয়সওয়াল। ১৪ ম্যাচে ৬২৫ রান করা এই তরুণ ক্রিকেটার ইতোমধ্যে ভারতীয় দলেও ডাক পেয়েছেন। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দলে সুযোগ পেয়েছেন জয়সওয়াল। তিনিও পেয়েছেন প্রায় ১৩ লাখ টাকা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন