মৌলভীবাজার প্রতিনিধি\
মৌলভীবাজারে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। প্রতি বছর ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালন করা হয়। বাংলাদেশে দিবসটি উদযাপিত হতে যাচ্ছে ‘তামাক নয়, খাদ্য ফলান’ এই প্রতিপাদ্য নিয়ে। বিকল্প খাদ্য ফসল উৎপাদন ও বিপণনের সুযোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও টেকসই-পুষ্টিকর ফসল চাষে তামাক চাষিদের উৎসাহিত করতে বিশ্ব স্বাস্থ্য এবছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘গ্রো ফুড, নট টোব্যাকো’। একই সঙ্গে তামাক উৎপাদনে কোম্পানির কূটকৌশল উন্মোচনও এবারের বিশ্ব তামাকমুক্ত দিবসের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য।
দিবসটি উদযাপন উদযাপন উপলক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য বিভাগের আওতাধীন জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি) প্রতিবছরের মতো এবারও যথাযথ গুরুত্বের সঙ্গে দিবসটি উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে। মৌলভীবাজার জেলা সদরের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ব্যাপক প্রচারের কর্মসুচি গ্রহন কওে বেসরকারি সামাজিক প্রতিষ্ঠান সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থা। জেলা প্রমাসন, পুলিশ প্রশাসন, সমাজসেবা বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,জিও এনজিওসহ জেলার ৭টি উপজেলায় বিভিন্ন গুলোতে লিফলেট বিতরণ,পোষ্টারিং,জন সচেতনতামূলক মাইকিং,উঠান বৈঠক,কর্মশালা চা দোকানে বৈঠক,সচেতনতামূলক পরিচালনা করছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন