জিবিডেস্ক //
এমনিতেই সময়টা সুরে বাজছে চিত্রনায়িকা পরীমণির। স্বামী চিত্রনায়ক শরিফুল রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ফাঁস হওয়া কিছু স্থিরচিত্র ও ভিডিও নিয়ে তার নাম জড়িয়ে আছেন নানান ঝামেলায়। এরমধ্যে আজ (বৃহস্পতিবার) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ উগরে দিলেন নায়িকা। হুঁশিয়ারি উচ্চারণ করে জানান, এবার আর ছেড়ে কথা বলবেন না তিনি।
নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি লেখেন, ‘দিদি মিড লাইফ ক্রাইসিস ঠিকঠাক ডিল না করাটাও কিন্তু বিশাল মানসিক সমস্যা। একবার ৬ তলা বাড়ির মালিক বানিয়ে দিয়েছিলেন আমাকে। বাড়িটি এখনো খুঁজে পাওয়া যায়নি। এখন আবার আমার ঘরের মধ্যে ঢুকে পড়তে যাবেন না দিদি।’
এরপরই পরীর হুঁশিয়ারি উচ্চারণ, ‘এবার কিন্তু আমি আর ছেড়ে কথা বলব না আপনাকে। আর কোনো করুণা হবে না আপনার মিড লাইফ ক্রাইসিস নিয়ে।’
নায়িকার এমন স্ট্যাটাস দেখে নেটাগরিকদের জিজ্ঞাসা, কাকে তাক করলেন পরী? ধারণা করা হচ্ছে, অভিনেত্রী অরুণা বিশ্বাসের উদ্দেশে ওই পোস্ট দিয়েছেন তিনি। কেননা এর আগে এক সাক্ষাৎকারে পরীমণির নাম উল্লেখ না করে অরুণ বিশ্বাস বলেন, ‘কিছু শিল্পী আছে আমাদের দেশে যারা ওভাররেটেড। তাদের ছবি কিন্তু চলে না, তাদের দর্শক দেখতে আসে না। কিন্তু ফেসবুকে তাদের মিলিয়ন মিলিয়ন ভিউ। তাদের তো মানসিক সমস্যা হওয়ারই কথা।’
তিনি আরও বলেন, ‘আমরা যেহেতু শিল্পী, মানুষ আমাদের ভালোবাসেন। সেকারণে আমরা যাই করি ভেবে করা উচিত। তারপরও ভুল মানুষেরই হয়। কিন্তু কিছু করার আগে ভাবা উচিত। যদি আমাদের সংযত রাখার চেষ্টা করি তাহলে এসব সমাধান করা সম্ভব। আরও একটি বিষয় হচ্ছে, এডুকেশন বলে একটা বিষয় আছে। পারিবারিক শিক্ষা বলে একটি বিষয় আছে। এসবের জন্য বিশ্ববিদ্যালয় পাস করতে হয় না। সিনিয়রদের থেকেই শেখা যায়। আমরা শিখেছি।’
ধারণা করা হচ্ছে, ‘দিদি’ বলে সিনিয়র অভিনেত্রী অরুণা বিশ্বাসকেই তোপ দাগিয়েছেন পরী। কেননা, এর আগে পরীর গাড়ি-বাড়ি নিয়েও প্রশ্ন তুলেছিলেন এই অভিনেত্রী। পরীর লেখায় ‘৬ তলা বাড়ির মালিক’ কথাটাও সেদিকেই ইঙ্গিত করছে। এখন দেখার বিষয়, কোথাকার পানি কোথায় গড়ায়?
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন