অবৈধ বিদেশি লেনদেন অনুসন্ধান-মামলা দায়ের করবে সিআইডি

জিবিডেস্ক //

বিদেশ থেকে অপ্রত্যাবাসিত অর্থ সংক্রান্ত বিষয়ে এখন থেকে বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি’ও অনুসন্ধান এবং মামলা দায়ের করতে পারবে।

বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ), বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি, ফরেন এক্সচেঞ্জ অপারেশন্স, আইন বিভাগ এবং সিআইডির মধ্যে সমন্বয় সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে সিআইডি কনফারেন্স রুমে সংস্থাটির প্রধান অ্যাডিশনাল আইজি মোহাম্মদ আলী মিয়ার সভাপতিত্বে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সভায় যৌথ অভিযান পরিচালনা, সিআইডি এবং বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ইউনিটের সদস্যদের দক্ষতা উন্নয়নের জন্য যৌথ প্রশিক্ষণ, বিদেশি পণ্য আমদানি-রপ্তানিসহ অন্য উপায়ে সংঘঠিত মানি লন্ডারিং অপরাধ, বৈধ মানি চেঞ্জারের অবৈধ ব্যবসা এবং অবৈধ মানি চেঞ্জারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়ে যৌথভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএফআইইউ প্রধান মাসুদ বিশ্বাস, ডিআইজি (অর্গানাইজড্ ক্রাইম) কুসুম দেওয়ান, অতিরিক্ত ডিআইজি (অর্গানাইজডক্রাইম) একরামুল হাবীব, বাংলাদেশ ব্যাংকের পরিচালক (আইন বিভাগ) আমজাদ হোসেন খান, ফরেন এক্সচেঞ্জ অপারেশন বিভাগের অতিরিক্ত পরিচালক মো. রাশেদ, ফরেন এক্সচেঞ্জ পলিসি বিভাগের সহকারী পরিচালক আব্দুস সালাম শেখ, বাংলাদেশ ব্যাংক-সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন