‘টিপ টিপ’ গানে অভিনয়ের জন্য যেসব শর্ত রাখেন রাভিনা

জিবিডেস্ক //

১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘মোহরা’ ছবির গান ‘টিপ টিপ বরষা পানি’ বর্তমান সময়ে এসেও সমানভাবে সমাদৃত। দুই যুগের বেশি সময় পার হলেও এখনো দর্শক হৃদয়ে ঝড় তোলে বলিউডের আইকনিক এই গান। হলুদ রঙের পাতলা শাড়ি পরে বৃষ্টিতে ভিজে অক্ষয় কুমারের সঙ্গে রাভিনা ট্যান্ডনের রোমান্স, তার সেই আবেদনময়ী শরীরী বিভঙ্গ দেখে পর্দা থেকে চোখ সরাতে পারেননি বহু দর্শক।

সম্প্রতি সাক্ষৎকারে সেই গানটি নিয়েই মুখ খুলেছেন রাভিনা। এই অভিনেত্রী জানান, গানের শুটিংয়ের সময় গানটি কতটা কামুকতায় ভরা হবে তা নিয়ে তিনি বেশ উদ্বিগ্ন ছিলেন।

তিনি বলেন, ‘গানটি বেশ সংবেদনশীল ছিল, তবে এতে প্রকাশ্য যৌনতার কিছুই ছিল না। আমি সব সময় বিশ্বাস করি, যৌনতা এবং কামুকতার একটা হালকা পার্থক্য রয়েছে। এটা মুখের অভিব্যক্তিতে ধরা পড়ে।’

অভিনেত্রীর কথায়, “কেউ সম্পূর্ণ শরীর ঢেকে রাখলেও তাকে ‘সেক্সি’ দেখতে পারে, আর এটি নির্ভর করে তার মুখের অভিব্যক্তির ওপর।”

রাভিনা জানান, ‘টিপ টিপ বরসা পানি’ গানের শুটিংয়ের সময় নির্মাতাদের একাধিক শর্ত চাপিয়েছিলেন তিনি। তার কথায়, ‘বেশ কিছু বিষয়ে আমি আমার মতামত স্পষ্ট করেছিলাম। বলেছিলাম কোনোভাবেই যেন শাড়ি না খোলে, চুমুও খাওয়া যাবে না, এছাড়াও এটা হবে না, ওটা হবে না বলে অনেক শর্ত চাপিয়েছিলাম। সুতরাং, এই গানটিতে টিক চিহ্নের পরিবর্তে ক্রস চিহ্নই বেশি ছিল। অবশেষে ‘টিপ টিপ বরষা পানি এমন একটা কিছু দাঁড়ায় যেখানে যৌন আবেদন, কামুকতার মধ্যে একটা ভারসাম্য বজায় ছিল।”

প্রসঙ্গত, ‘মোহরা’ ছবিতে অক্ষয় কুমার, রাভিনা ট্যান্ডন ছাড়াও ছিলেন সুনীল শেঠি এবং নাসিরুদ্দিন শাহর মতো অভিনেতারা। ছবিটি বক্স অফিস হিট হওয়ার পাশাপাশি সিনেমার ‘টিপ টিপ’ এবং ‘তু চিজ বড়ি হ্যায় মাস্ত মাস্ত’ গান দুটিও ভীষণভাবে জনপ্রিয় হয়। ২০২০ সালে রোহিত শেঠি তার ‘সূর্যবংশী’ সিনেমাতে ‘টিপ টিপ’ গানটি রিক্রিয়েট। এতে অক্ষয়ের সঙ্গে পর্দায় নাচেন ক্যাটরিনা কাইফ।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন