মৌলভীবাজার প্রতিনিধি \ ‘প্রতিদিন এক গøাস দুধ পান করুন,রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করুন’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে মৌলভীবাজারে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১লা জুন) জেলা প্রাণী সম্পদ অফিসের আয়োজনে ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) সহযোগিতায় বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি মৌলভীবাজার আলাদত সড়ক খেকে শুরু প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পৌরসভা অফিস প্রাঙ্গনে এসে শেষ হয়।
বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে পৌর সভার অডিটরিয়ামে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রাণী সম্পদ প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: আব্দুস সামাদ এর সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডাঃ উর্মি বিনতে সালাম।
বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন কুমার রায়,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান।
আলোচনা সভায় বক্তারা দুধের চাহিদা পূরণ করতে প্রতিটি গ্রামে গ্রামে দুগ্ধজাত গরুর খামার গড়ে তোলার উপর গুরুত্বারোপ করেন
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন