জিবি নিউজ ডেস্ক ।।
মৌলভীবাজার জেলা পরিষদের উপ নির্বাচনে ১৫টি ভোটকেন্দ্রে শান্তি পূর্ণভাবে ভোট গ্ৰহণ শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে জেলার প্রতিটি ভোটকেন্দ্রে ভোট গ্ৰহণ চলছে। দুপুর ২টা পর্যন্ত চলবে বিরতিহীনভাবে ভোট গ্ৰহণ। এখন পর্যন্ত শান্তি পূর্ণভাবে ভোট চলছে।
১৫ টা কেন্দ্রে ৯৪৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মিছবাহুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী এমএ রহিম। জেলার ১৫টি ভোট কেন্দ্রে ৯৪৪জন ভোটার রয়েছেন।
নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসন কাজ করছে জানিয়ে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউর রহমান জানান, নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হয়েছে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন