মাস না ঘুরতেই আবারও বিয়ের পিঁড়িতে সুদীপ্তা

জিবিডেস্ক //

গত মাসের শুরুতে তৃণমূল নেতা সৌম্য বক্সীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কলকাতার টিভি সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। এখনো বিয়ের রেশ কাটেনি। মাস না ঘুরতেই আবারও বিয়ের পিঁড়িতে অভিনেত্রী!

প্রথম ধাক্কায় সকলেই একটু অবাক হলেও, চমকে যাওয়ার মতো তেমন কোনো ঘটনা ঘটেনি। এবার আর বাস্তব জীবনে নয়, বরং রিল লাইফে বিয়েটা সারলেন অভিনেত্রী।

বেশ কয়েক সপ্তাহ ধরে পড়তির দিকেই ছিল ‘সোহাগ জল’ সিরিয়ালের টিআরপি। এবার গল্পে এলো নয়া চমক। পরিবারের সামনে দেবরকে বিয়ে করে বসল বিধবা বউদি বেণী। নিজের স্ত্রীর সামনেই বেণীকে সিঁদুর পরাল সাম্য। রীতিমতো সাত পাক ঘুরল। তার পরই জুঁই-শুভ্রদের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আল্টিমেটাম দিলো বেণী। সাম্যকে বিয়ের পরই বেণীর ঘোষণা, ‘ব্যাগপত্তর গুছিয়ে তোমরা সবাই বেরিয়ে যাও বাড়ি থেকে। আউট!’ শুভ্র প্রতিবাদ করলে পাল্টা সুর চড়িয়ে বেণী বলে, ‘এই বাড়ি, এই সম্পত্তি, ব্যবসা সব আমার আর সাম্যর।’

ছেড়ে দেওয়ার পাত্রী নন জুঁই। কম যায় না সেও। চ্যালেঞ্জ ছুড়ল বেণীকে। জুঁই হুঙ্কার দিয়ে বলে, ‘একদিন ঠিক তুমি এভাবে আমাদের পায়ে এসে পড়বে। কাউন্টডাউন শুরু করো।’

দেবর-বউদির পরকীয়া নিয়ে এর আগেও সমালোচনার মুখে পড়তে হয় এই সিরিয়ালকে। এর মাঝেই জল্পনা আর মাস কয়েকের মধ্যেই নাকি বন্ধ হবে এই সিরিয়াল। যদিও এ বিষয়ে নিশ্চিত কিছু জানা যায়নি এখনো।

উল্লেখ্য, বিয়ের আগে তিন বছর যাবত প্রাক্তন তৃণমূল বিধায়ক স্মিতা বক্সীর ছেলে সৌম্যর সঙ্গে চুটিয়ে প্রেম করেছেন সুদীপ্তা। দেড় বছর আগে প্রেমের গুঞ্জনে সিলমোহর দিয়েছিলেন অভিনেত্রী। বর্তমানে সংসারের পাশাপাশি কাজেও মনোযোগী হচ্ছেন সুদীপ্তা।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন