তুরস্ক: গোয়েন্দা প্রধানকে পররাষ্ট্রমন্ত্রী বানালেন এরদোয়ান

জিবিডেস্ক //

তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটে টানা তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার এক সপ্তাহ পর তুরস্কে নতুন মন্ত্রিসভার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। নতুন এই মন্ত্রিসভায় নিজের গোয়েন্দা প্রধান ও সাবেক সৈনিককে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন তিনি।

এর আগে নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার মাধ্যমে নিজের ক্ষমতাকে তৃতীয় দশকে নিয়ে যান প্রেসিডেন্ট এরদোয়ান। রোববার (৪ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান তার নতুন মন্ত্রিসভা ঘোষণা করার সময় সাবেক অর্থনীতি প্রধান এবং আন্তর্জাতিকভাবে সম্মানিত সাবেক ব্যাংকার মেহমেত সিমসেককে ট্রেজারি ও অর্থমন্ত্রী হিসাবে মনোনীত করেছেন। এছাড়া এরদোয়ানের গোয়েন্দা প্রধান এবং সাবেক সৈনিক হাকান ফিদানকে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে।

শনিবার প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে শপথ নেওয়ার পর স্বাস্থ্য ও সংস্কৃতি মন্ত্রী ছাড়া নিজের মন্ত্রিসভার প্রায় সব সদস্যকে পরিবর্তন করেছেন এরদোয়ান।

আল জাজিরা বলছে, ২০০৯ সাল থেকে ২০১৫ সালের মধ্যে অর্থমন্ত্রী এবং ২০১৮ সাল পর্যন্ত অর্থনীতির দায়িত্বে থাকা উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার সময় মেহমেত সিমসেককে বিনিয়োগকারীরা অত্যন্ত সম্মান করতেন। তবে ২০১৮ সালে তুরস্কের মুদ্রা লিরা ধারাবাহিক বিপর্যয়ের মুখে পড়লে সেই বছর পদত্যাগ করেছিলেন তিনি।

তার এই নিয়োগের ফলে এরদোয়ানের অধীনে বহু বছরের অপ্রচলিত অর্থনৈতিক নীতি বিদায় নিতে পারে। যার মধ্যে ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি সত্ত্বেও কম সুদের হার বজায় রাখা এবং বাজারের ওপর কঠোর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণও অন্তর্ভুক্ত রয়েছে।

মেরিল লিঞ্চের সাবেক অর্থনীতিবিদ সিমসেক প্রেসিডেন্ট এরদোয়ানের অপ্রচলিত নীতির বিরোধিতাকারী হিসেবেই পরিচিত।

আল জাজিরা বলছে, তুরস্কে জীবনযাত্রার ব্যয়-সংকট ব্যাপকভাবে বেড়েছে এবং গত মে মাসে মূল্যস্ফীতি ৪৪ শতাংশে নেমে আসার আগে গত বছরের অক্টোবরে তা ৮৫ শতাংশে পৌঁছেছিল। এছাড়া চলতি বছরের শুরু থেকে মার্কিন ডলারের বিপরীতে তুর্কি মুদ্রা ১০ শতাংশেরও বেশি মূল্য হারিয়েছে।

এদিকে প্রেসিডেন্ট এরদোয়ানের গোয়েন্দা প্রধান এবং সাবেক সৈনিক হাকান ফিদানকে তুরস্কের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়েছে। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে মেভলুত কাভুসোগলু ২০১৪ সাল থেকে দায়িত্ব পালন করছিলেন এবং নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নামকরণের পর এখন হাকান ফিদান নতুন দায়িত্বে কাভুসোগলুর স্থলাভিষিক্ত হবেন।

প্রেসিডেন্ট এরদোয়ানের ঘনিষ্ঠ সহযোগীদের একজন হিসেবে পরিচিত হাকান ফিদান ২০১০ সাল থেকে জাতীয় গোয়েন্দা সংস্থার (এমআইটি) নেতৃত্ব দিয়েছেন এবং তারও আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এরদোয়ানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

অবশ্য অসলোতে নিষিদ্ধ ঘোষিত সশস্ত্র গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সাথে এমআইটি’র গোপন শান্তি আলোচনা নিয়ে ২০১২ সালে তদন্তের মুখে পড়েছিলেন হাকান ফিদান। পরে অবশ্য তা বাতিল করা হয়।

এদিকে তুরস্কের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ইয়াসার গুলারকে বেছে নেওয়া হয়েছে। তিনি বর্তমান প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকরের স্থলাভিষিক্ত হবেন।

৬৯ বছর বয়সী এই কর্মকর্তা ২০১৯ এবং ২০২০ সালে সিরিয়ায় তুরস্কের সামরিক অভিযানের সময় সামরিক প্রধান ছিলেন। এছাড়া সিরিয়ার পাশাপাশি ইরাকে পরবর্তী সময়ে হওয়া সামরিক অভিযানগুলোও তদারকি করেছিলেন তিনি।

এদিকে সেভদেত ইলমাজকে নিজের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেছেন এরদোয়ান। ইলমাজ এর আগে উন্নয়ন মন্ত্রী, এরদোয়ানের আদালেট ভে কালকিনমা পার্টির (জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি বা একে পার্টি) অর্থনৈতিক বিষয়ের ডেপুটি চেয়ারম্যান এবং অর্থনীতির দায়িত্বে থাকা উপ-প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া ৫৬ বছর বয়সী ইলমাজ ২০২০ সালের নভেম্বর মাস থেকে তুরস্কের সংসদের পরিকল্পনা ও বাজেট কমিশনের চেয়ারম্যান ছিলেন।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন