নওয়াজউদ্দিনের সঙ্গে বিচ্ছেদের আগেই নতুন প্রেমে স্ত্রী!

জিবিডেস্ক //

নতুন প্রেমে মজেছেন বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর স্ত্রী আলিয়া সিদ্দিকী। এই অভিনেতার সঙ্গে বিচ্ছেদের আগেই নতুন সম্পর্কে জড়ালেন তিনি। 

ভালোবেসে বিয়ের প্রায় একযুগ পরে নওয়াজের বিরুদ্ধে সম্প্রতি সময়ে বেশ কিছু অভিযোগ তুলে ধরেন আলিয়া। এরপর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ শুরু হয়। একপর্যায়ে বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। যদিও সেখানে তাদের আনুষ্ঠানিক বিবাহবিচ্ছেদ হয়নি।

এরপরই কিছুদিন আগে দুই সন্তানকে নিয়ে দুবাইয়ে যান আলিয়া। সন্তানদের পড়াশোনার জন্যই সেখানে যেতে হয় তাকে। এবার সেখান থেকেই নিজের নতুন সম্পর্কের কথা জানালেন নওয়াজের স্ত্রী। 

সোমবার (৫ জুন) বিকালে একটি ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেন আলিয়া। তাতে দেখা যায়, এক ব্যক্তির সঙ্গে বসে কফি পান করছেন তিনি।

এ ছবির ক্যাপশনে আলিয়া লিখেছেন, ‘আমি যে সম্পর্ককে মূল্যবান মনে করতাম, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে আমার ১৯ বছর সময় লেগেছে। আমার জীবনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমার বাচ্চারা। তারা সবসময়ই ছিল এবং থাকবে। কিছু কিছু সম্পর্ক থাকে, যা বন্ধুত্বের চেয়েও বেশি। আমি এই সম্পর্ক নিয়ে খুবই খুশি। তাই আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। আমার কি সুখী হওয়ার অধিকার নেই?’

ছবির ব্যক্তিটির পরিচয় প্রকাশ না করলেও নেটিজেনদের বুঝতে বাকি নেই, নতুন সম্পর্কেই জড়িয়েছেন আলিয়া। ফলে অনেকেই তাদের দুজনকে শুভেচ্ছা জানিয়েছেন। 

উল্লেখ্য, ২০০৯ সালে ইসলাম ধর্ম গ্রহণ করে নওয়াজউদ্দিনকে বিয়ে করেন আলিয়া। এরপর ২০২০ সাল থেকে নওয়াজউদ্দিন-আলিয়ার দাম্পত্য কলহের বিষয়টি প্রকাশ্যে আসে।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন