মৌলভীবাজারে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি \ “প্লাস্টিক দূষণ সমাধানে,সামিল হই সকলে “ সবাই মিলে করি পণ,বন্ধ হবে প্লাস্টিক দূষণ“ এই প্রতিপাদ্যকে নিয়ে মৌলভীবাজারে ‘বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার (৫জুন) সকাল ১০টায় মৌলভীবাজার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের প্রাঙ্গণে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন গিয়ে শেষ হয়। র‌্যালীতে সরকারি-বেসরকারি কর্মকর্তা, কর্মচারী ও স্কুলের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।
জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার উপপরিচালক মল্লিকা দে সভাপতিত্বে এবং জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। 
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মিছবাহুর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়,পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাঈদুল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরীফ উদ্দিন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোছা. শাহীনা আক্তার,সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঊর্মি রায়,শামীমা আফরোজ মারলিজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।  আলোচনা সভার শেষে ও পুরষ্কার বিতরণ করা হয়। 
বক্তারা বৈশ্বিক উষ্ণতার ভারসাম্য রক্ষায় ও আগামী প্রজন্মের জন্য পরিবেশ বান্ধব বিশ^ গড়তে প্রত্যেককে গাছ লাগানোসহ পরিবেশের ক্ষতিকারক কাজ রোধে কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান জানান।


 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন