আবারও বিয়ের পিঁড়িতে রূপাঞ্জনা, বয়সে ছোট স্বামীকে নিয়ে চিন্তা

জিবিডেস্ক //

চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই বাগদানের ঘোষণা দিয়েছিলেন ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। আর এবার জানিয়ে দিলেন বছর শেষেই সাত পাকে বাঁধা পড়ছেন তিনি। 

পরিচালক রাতুল মুখোপাধ্যায়ের সঙ্গে নিজের সম্পর্ক নিয়ে কোনোদিনই লুকোচুরি করেননি রূপাঞ্জনা। গত কয়েক বছর ধরেই প্রেমের সম্পর্কে আবদ্ধ তারা। ফেব্রুয়ারি মাসে ৮ বছরের ছেলে রিয়ানকে সাক্ষী রেখে আংটি বদল করেছিলেন এই অভিনেত্রী। এবার মালাবদলের প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু দুশ্চিন্তা পিছু ছাড়ছে না রূপাঞ্জনার!

১৫ বছর দীর্ঘ দাম্পত্য সম্পর্ক থেকে বেরিয়ে এসে নতুন সংসার পাততে চলেছেন রাতুলের সঙ্গে। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, ‘খুব কম বয়সে নিজের পছন্দ করা ছেলেকে বিয়ে করেছিলাম। পরে বুঝেছি সিদ্ধান্তটা ভুল ছিল। সমালোচনা মুখ বুজে সহ্য করেছি। ভেবেছিলাম জীবনে কখনো নতুন সম্পর্কে জড়াব না। কিন্তু রাতুলের সঙ্গে কখন যে জড়িয়ে পড়লাম।’

২০১৭ সালে বিবাহ বিচ্ছেদ হয় রূপাঞ্জনার। এরপর থেকে ছেলেকে একা হাতে বড় করছেন অভিনেত্রী। তার হবু বরের সঙ্গেও দারুণ সম্পর্ক রিয়ানের। সময় পেলেই ছেলে আর প্রেমিককে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েন রূপাঞ্জনা। 

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী আরও বলেন, ‘ডিসেম্বরে আমাদের বিয়ের ডেট ফাইনাল। সমাজ আমাদের বিয়েটা কোন চোখে দেখবে সেটা নিয়ে এখনও দ্বন্দ্ব রয়েছে। আসলে বয়সে আমি রাতুলের চেয়ে অনেকটাই বড়। পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন কেউই কটাক্ষ করতে ছাড়ে না’।

রূপাঞ্জনা, রাতুলের থেকে বয়সে ৬ বছরের বড়। কিন্তু ভালোবাসার ক্ষেত্রে বয়স কখনও বাধা হতে পারে না, এমনটাই মনেপ্রাণে বিশ্বাস করেন এই প্রেমিক যুগল। বন্ধুত্বে আস্থা রয়েছে দুজনের। তাই তো রাতুলের হাত ধরে জীবনকে নতুন সুযোগ দিতে চান রূপাঞ্জনা। রাতুলের সঙ্গে মাঝেমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভিডিও শেয়ার করেন অভিনেত্রী। শেয়ার করেন তাঁদের অবসরযাপনের ঝলক।

জানা যায়, শ্যুটিং ফ্লোরেই পরিচয় তাদের, সেখান থেকে বন্ধুত্ব আর প্রেম। প্রায় ৪-৫ বছর ধরে সম্পর্কে রয়েছেন রাতুল-রূপাঞ্জনা। রিয়ানেরও বেস্ট ফ্রেন্ড রাতুল। একসঙ্গে ভিডিও গেম খেলা থেকে সুইমিং পুলে গোসল, হবু বাবার সঙ্গে সবই চলে রিয়ানের।

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন