মানববন্ধনে আয়কর আইনজীবীরা জুতার মালা পড়িয়ে এনবিআর চেয়ারম্যানের কুশ পুত্তলিকা দাহ

সৈয়দ নাজমুল হাসান, ঢাকা || 

ট্যাক্স রিটার্ন প্রিপারার (টিআরপি) বিধিমালা বাতিল এবং আগারগাঁও-এ অবস্থিত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে আয়কর আইনজীবীদের জন্য জায়গা বা স্পেস বরাদ্দ ও হস্তান্তরের দাবিতে ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশন-এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করে। 

আজ ৭ মে (বুধবার)  সকাল সাড়ে নয়টায় রাজধানীর আগারগাঁও-এ জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে ট্যাক্স রিটার্ন প্রিপারার (টিআরপি) বিধিমালা বাতিল এবং আগারগাঁও-এ অবস্থিত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে আয়কর আইনজীবীদের জন্য জায়গা বা স্পেস বরাদ্দ ও হস্তান্তরের দাবিতে ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচী পালন করে।

এসময় নেতারা বলেন, ট্যাক্স রিটার্ন প্রিপারার (টিআরপি) বিধিমালা একটি কালো আইন, যা আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ১৭৪(২)(এফ) এর সাথে সাংঘর্ষিক। এই কালো আইন সরকারের রাজস্ব বৃদ্ধিতে কোনরূপ সহায়ক নয় বরং আয়কর আদায়ে বাধাগ্রস্থ হবে। ফলে আয়কর অঙ্গনে দুর্নীতি ও অবৈধ প্রতিনিধিত্ব বাড়বে, যা দেশের রাজস্ব বৃদ্ধিতে অন্তরায় হবে এবং জনগণ সরকারের বিরুদ্ধে বিরুপ মনোভাব পোষন করবে। 

কর্মসূচীতে অংশগ্রহণ করেন ঢাকা ট্যাকসেস্ বার এসোসিয়েশন-এর সভাপতি অ্যাডভোকেট বি এন দুলাল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. তৌহিদ উজ্জামান খান (দিপু), বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স এসোসিয়েশন (বিটিএলএ)-এর সভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট মোঃ সোহরাব উদ্দিন, মহাসচিব অ্যাডভোকেট মো. খোরশেদ আলম, বিটিএলএর তথ্য ও প্রচার সম্পাদক অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন, ঢাকা ট্যাকসেস বার এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক মশিউর রহমানসহ হাজার হাজার নবীন, প্রবীণ আয়কর আইনজীবীবৃন্দ।

কর্মসূচীতে অংশগ্রহণকারী সকলেই ট্যাক্স রিটার্ন প্রিপারার (টি,আর,পি) বিধিমালা বাতিল এবং আগারগাঁও-এ অবস্থিত জাতীয় রাজস্ব বোর্ড (এন,বি,আর) ভবনে আয়কর আইনজীবীদের জন্য জায়গা বা স্পেস বরাদ্দ ও হস্তান্তরের জোর দাবি জানান। মানববন্ধন কর্মসূচী্র এক পর্যায়ে আয়কর আইনজীবীরা জুতার মালা পড়িয়ে এনবিআর চেয়ারম্যানের কুশ পুত্তলিকা দাহ করেন এবং স্লোগান দিয়ে পুরো ভবন এলাকা প্রকম্পিত করেন।

 

 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন