জিবিডেস্ক //
বর্তমান সময়ে ক্রিকেট দুনিয়ার সেরা টেস্ট ব্যাটারদের তালিকা তৈরি করলে স্টিভ স্মিথ, বিরাট কোহলি, জো রুট, কেন উইলিয়ামসনদের নাম চলে আসে। পাকিস্তান অধিনায়ক বাবর আজমের নামও বাদ দেওয়ার সুযোগ নেই। যদিও বিরাট কোহলিকে ঘিরে আলোচনাটা বেশি। সেই কোহলিকেই যদি প্রশ্ন করা হয়, তার চোখে এই প্রজন্মের সেরা টেস্ট ক্রিকেটার কে? জবাবটা কী হতে পারে?
এই মুহূর্তে অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলছে ভার।। এই ম্যাচ শুরুর আগে সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রজন্মের সেরা ক্রিকেটার সম্পর্কে কোহলি বলেছেন, ‘আমার মতে এই প্রজন্মের সেরা টেস্ট ক্রিকেটার স্টিভ স্মিথ। ম্যাচের পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষেত্রে তার যে ক্ষমতা, সেটা দুর্দান্ত। এই ক্ষমতা সে অনেক বছর ধরে দেখিয়ে আসছে। ৮৫-৯০ টেস্ট খেলে তার ব্যাটিং গড় ৬০ এর আশপাশে, যা অনেকটাই অবিশ্বাস্য।
সবাইকে ছাপিয়ে স্মিথের ধারাবাহিকতা এবং ম্যাচে ইমপ্যাক্ট নজর কেড়েছে কোহলির, ‘স্মিথ ব্যাট হাতে যতটা ধারাবাহিক, ম্যাচে তার রানের যে প্রভাব, তা গত ১০ বছরে অন্য কোনো ক্রিকেটারের মধ্যে আমি দেখিনি।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন