মোজাম্মেল আলম ভূঁইয়া- সুনামগঞ্জ প্রতিনিধি:
পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন আগামী দু-এক সপ্তাহের মধ্যেই বিদ্যুতের সমস্যা সমাধান হবে বলে তিনি আশা করছেন। আজ শুক্রবার (৯ জুন) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় এমএ মান্নান প্রাথমিক মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ৭৫জন শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরো বলেন- দেশে বিদ্যুতের ঘাটতি আছে। তবে সেই ঘাটতি পূরণ করার জন্য সরকার চেষ্টা করছে। কয়লার সংকটের কারণে পায়রা বিদ্যুৎ কেন্দ্রেটি বন্ধ হওয়ার কারণে বিদুতের সমস্যা একটু বেড়ে গেছে। এই বিদ্যুৎ কেন্দ্রটি কবে চালু হবে তা এখনো নিশ্চিত করে বলা সম্ভব না। কিন্তু এরই মধ্যে বিদ্যুতের ঘাটতি কিছুটা পূরণ হয়েছে। আওয়ামীলীগ সরকার সব কিছুতেই যুগান্তকারী অবদান রাখছে। এজন্য দেশের মানুষ এই সরকারকে বিশ^াস করে। কারণ আমরা ভেদাভেদ সমর্থন করি না। যার জন্য দেশের সকল শ্রেণী পেশার মানুষ শান্তিতে বসবাস করছেন।
তিনি আরো বলেন- ইতিমধ্যে দেশের নিত্যপণ্যের বাজারগুলো সরকার নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। ভারত থেকে পেঁয়াজ আমদানি করায় পেঁয়াজের দাম অনেক কমেছে। এব্যাপারে সরকার আরো নানান পদক্ষেপ হাতে নিয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার জন্য বাজারে নজরদাড়ি রাখা হচ্ছে।
পরিকল্পনামন্ত্রী বলেন- দেশের একমাত্র প্রধান সমস্যা হচ্ছে শিক্ষায় আমরা পিছিয়ে আছি। দেশে এখনো শিক্ষার হার কম। এখনো ২০ থেকে ২৫ ভাগ মানুষ নাম লিখতে পারেনা। আরও ২০ থেকে ৩০ ভাগ মানুষ নাম লিখতে পারে কিন্তু কি লিখছে তা ভালো ভাবে জানে না। এটার পরিবর্তন না হওয়ার আগ পর্যন্ত আমরা দুনিয়ার মানুষের সাথে মিশতে পারব না। এর একমাত্র অস্ত্র শিক্ষা। শিক্ষা ছাড়া ন্যায় বিচার পাওয়া যায় না। দরিদ্র মানুষ কোথাও ন্যায় বিচার পায় না। এটা আমি দীর্ঘজীবনে দেখেছি। দরিদ্র মানুষের বিচার পাওয়ার একমাত্র পথ হচ্ছে শিক্ষা। শিক্ষা থাকলে কেউ তার সাথে অবিচার করতে পারবেনা। তাই শিক্ষার কোন বিকল্প নাই। আমরা শিক্ষাক্ষেত্রে সকল সুবিধা দিতে বদ্ধ পরিকর।
মন্ত্রী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- প্রকৃত শিক্ষা হচ্ছে সেই শিক্ষা, যেখানে কোন কৃত্রিমতার সুযোগ নেই। হাতে কলমে নিজে বুঝে দেখে পড়ালেখা করলে সেই শিক্ষা দেশ ও জনগণের কল্যাণে আসবে। শুধু গ্রেড ভালো হলেই ভালো শিক্ষার্থী নয়। গ্রেডের পাশাপাশি স্বশিক্ষিত হতে হবে। গ্রেড দিয়ে শিক্ষার মান বিচার করা যায়না। তোমরা যারা লেখাপড়া করছো আশা করছি ভালোভাবে লেখাপড়া করে দেশ ও জাতির সুনাম বয়ে আনবে।
শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের হলরুমে ডুংরিয়া উত্তরন ক্লাবের আয়োজনে মেধা বৃত্তি অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ, সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. রমা নঈম, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের প্রফেসর ডা. মোহাম্মদ আবু নাঈম শেখ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ জামান, ডুংরিয়া হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মদন মোহন রায়, উপজেলা আওয়ামীলীগ সভাপতি সিতাংশু শেখর ধর, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন প্রমুখ।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন