সাবেক শিক্ষক, গল্পকার, সদ্য প্রয়াত গোলাম রব্বানী চৌধুরী স্মরণে লন্ডনে শোকসভা

সুনামগন্জ জেলার জগন্নাথপুর উপজেলার নয়াবন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় কলেজের সাবেক শিক্ষক, বিশিষ্ট গল্পকার, প্রবীন সাংবাদিক, সদ্য প্রয়াত গোলাম রব্বানী চৌধুরী স্মরণে লন্ডনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

রবিবার (১১ জুন ২০২৩) পূ্র্বলন্ডনে একটি হলে নয়াবন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও কমিউনিটি ব্যক্তিত্ব জিলু মিয়ার সভাপতিত্বে এবং সাবেক অধ্যাপক মোহাম্মদ রফিক আহমদ ও সাবেক অধ্যক্ষ মুহাম্মদ শাহেদ রাহমান এর পরিচালনায় যুক্তরাজ্যে বসবাসরত নয়াবন্দর দ্বিমুখী উচ্চ বিদ্যালয় এর বিপুল সংখ্যক প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ এই শোকসভা ও দোয়া মাহফিল অংশ গ্রহণ করেন।

এ সভায় প্রয়াত গোলাম রব্বানী চৌধুরী স্মরণে স্মৃতিচারণমুলক বক্তব্য রাখেন, কবি আমিরুল ইসলাম সাদিক,
সাবেক শিক্ষক আরবাব কামালী, কবি খলিল আহমদ, আনহার চৌধুরী, মানিক মিয়া কামালী, সাবেক ইউপি সদস্য সৈয়দ ইছহাক আলী, আব্দুল হান্নান মাইকেল, রনক আহমদ, ফজলুর রহমান চৌধুরী ও রাজিব খান প্রমুখ।

এ শোকসভায় বক্তারা বলেন, আমরা জীবদ্দশায় গুণী মানুষদের গুণকে কদর করিনা। মরে গেলে স্মরণ করি। এটি আমাদের সমাজের প্রচলিত প্রথা হয়ে দাঁড়িয়েছে। এই প্রথা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।

সাবেক শিক্ষক, প্রয়াত গোলাম রব্বানী চৌধুরীকে জীবদ্দশায় যথাযথ সম্মান দিতে পারিনি। এটি আমাদের ব্যর্থতা। এথেকে আমাদের শিক্ষা নিতে হবে। গুণীজনদের সম্মান জানাতে হবে। গুণীজনদের সম্মান না জানালে সমাজে গুণীজন জন্মাবেনা।
যারা জ্ঞান অন্বেষণ করে এবং জ্ঞান অন্বেষণে সহযোগিতা করে তারাই প্রকৃত জ্ঞাণী এবং গুণীজন ।

প্রয়াত গোলাম রব্বানী চৌধুরী ছিলেন এরকম একজন গুণী, সাদা মনের মানুষ, সাংবাদিক ও গল্পকার।

বক্তারা প্রয়াত লেখক গোলাম রব্বানী চৌধুরীর অপ্রকাশিত গ্রন্থ প্রকাশের আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষে প্রয়াত লেখক, শিক্ষক গোলাম রব্বানী চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন- আব্দুল হক কাবিরী, জাহাঙ্গীর কামালী, শাহ দবির কামালী, আপেল কামালী, আব্দুর রব, আব্দুর রশিদ, রতন কামালী, গোলাব মিয়া, আব্দুস সালাম কামালী, আনোয়ারুল হক চৌধুরী, আবু তাহের, চনা মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।

এ শোকসভায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন- ফজলুর রহমান চৌধুরী।

প্রয়াত শিক্ষক গোলাম রব্বানী চৌধুরীর স্মরণে স্বরচিত কবিতা পাঠ করেন- কবি খলিল আহমদ।
 

মন্তব্যসমূহ (০)


ব্রেকিং নিউজ

লগইন করুন


Remember me Lost your password?

Don't have account. Register

Lost Password


মন্তব্য করতে নিবন্ধন করুন