মোঃ নাসির, বিশেষ প্রতিনিধি ||
অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তীর মা মাহমুদা সুলতানা আর নেই। ১৯ অক্টোবর সোমবার দিবাগত রাত সোয়া ১২টায় বগুড়ার বাসায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন শ্রাবন্তীর মা। তিনি লিভার সিরোসিস ও ডায়াবেটিসে ভুগছিলেন। মায়ের শারীরিক অবস্থার অবনতির খবর পেয়ে গত ৯ অক্টোবর নিউইয়র্ক থেকে ঢাকায় পৌঁছান শ্রাবন্তী। এসেই ছুটে যান বগুড়ায়। মৃত্যুর আগে শেষ সময়ে মায়ের পাশেই ছিলেন শ্রাবন্তী।
প্রায় পাঁচ বছর হলো সন্তানদের নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন শ্রাবন্তী। করোনা পরিস্থিতির মধ্যে মায়ের অসুস্থতার খবর শুনে ছুটে আসেন দেশে।
মন্তব্যসমূহ (০) কমেন্ট করতে ক্লিক করুন